Friday, June 13, 2025
বাড়িরাজ্যসেবিকাদের উপর নির্ভর করে স্বাস্থ্য ব্যবস্থা, মানুষ যাতে তাদের উপর আস্থা রাখতে...

সেবিকাদের উপর নির্ভর করে স্বাস্থ্য ব্যবস্থা, মানুষ যাতে তাদের উপর আস্থা রাখতে পারে সেভাবে দায়িত্ব পালন করতে আহ্বান মুখ্যমন্ত্রীর

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১২ মে :১২ মে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন। দ্য লেডি উইথ দ্য ল্যাম নামে পরিচিত ছিলেন তিনি। কারণ তিনি ক্রিমিয়ান যুদ্ধের সময় রাতে আহত সৈন্যদের সেবা করার জন্য একটি প্রদীপ হাতে নিয়ে পরিক্রমণ করতেন। সে সময় তার কাজের স্বীকৃতি স্বরূপ তিনি আধুনিক নার্সিং -এর ভিত্তি স্থাপন করেন। আজকে ২০৫ তম আন্তর্জাতিক সেবিকা দিবস। এ উপলক্ষ্যে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফ্লোরেন্স নাইটিঙ্গেলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে এবং প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে বক্তব্য রেখে মুখ্যমন্ত্রী বলেন, ফ্লোরেন্স নাইটিঙ্গেল ছিলেন একজন নার্স। তিনি আধুনিক নার্সিং এর ভিত্তি স্থাপন করেছিলেন। ১৮২০ সালে ১২ মে ইতালির ফ্লোরেন্সে জন্মগ্রহণ করেছিলেন তিনি।

 তাঁর জন্মদিন উপলক্ষে ত্রিপুরা নার্সিং কাউন্সিলের উদ্যোগে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন করা হয়। কাজের মাধ্যমে সেবিকাদের স্বীকৃতি, সম্মান এবং শ্রদ্ধা আদায় করতে হবে। তারা মানব সেবার দায়িত্বে রয়েছেন সেটা আগে তাদের বুঝতে হবে। রোগীরা হাসপাতাল থেকে বাড়ি ফেরার পরেও এই সেবিকাদের মনে রাখেন। বিশেষ করে বহু চিকিৎসক রয়েছেন যারা অস্ত্রপ্রচারের সময় সবচেয়ে ভালো সেবিকাদের বেছে নেন। কারণ যাতে পরিষেবা ক্ষেত্রে কোন ত্রুটি না থাকে। মুখ্যমন্ত্রী সেবিকাদের উদ্দেশ্যে আরও বলেন, সেবিকারা নিজেকে সঠিকভাবে নিয়োজিত করলে আত্মতৃপ্তি পাবে তারা। তিনি আরো বলেন, হাসপাতালে যখন কোন একজন রোগী যায় তখন প্রথম সৈনিক হলেন নার্সরা। তারা রোগীকে প্রথম পরিষেবা দেন। তাদের পরিষেবা মানুষের মধ্যে অনেকটা আস্থা আনে।

আরো বলেন, হাসপাতাল গুলির মধ্যে রোগীর তুলনায় কতজন নার্স পরিষেবা দেবে সেটা নিয়ে পরিকল্পনা চলছে। বিশেষ করে বিভিন্ন নার্সিং প্রতিষ্ঠানে ২৭৫ টি আসন সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। ২০২৪ সালে ১৫৩ জন নার্সিং অফিসার নিয়োগ করা হয়েছে। নতুন করে চুক্তির ভিত্তিতে আরও ১০০ জন নার্স নিয়োগ করার জন্য অর্থ দপ্তর থেকে অনুমতি পাওয়া গেছে। এছাড়াও ৩৩২ জন নার্সিং অফিসার নিয়োগের প্রক্রিয়া চলছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন ত্রিপুরা রাজ্যে সরকারি নার্সিং কলেজ ছাড়াও আরও ৬ টি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান ত্রিপুরা রাজ্যে চালু রয়েছে। স্বাস্থ্য ক্ষেত্রে বিনিয়োগের জন্য নতুন করে বহিঃরাজ্য থেকে বিনিয়োগকারিরা আসছে বর্তমানে। আগামী দিনে ত্রিপুরা রাজ্যে মেডিক্যাল হাব হতে যাচ্ছে। আয়োজিত অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী টিংকু রায়, স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা তপন মজুমদার সহ অন্যান্যরা। আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিভিন্ন নার্সিং কলেজের পড়ুয়া এবং বিভিন্ন হাসপাতালের নার্সেরা। এদিন তাদের সম্মান জানানো হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য