স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১২ মে :বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা হল বৌদ্ধ ধর্মালম্বীদের পবিত্রতম উৎসব। এর পূণ্যোৎসব বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয়। বৈশাখী পূর্ণিমা দিনটি বুদ্ধের ত্রিস্মৃতি বিজড়িত। এই পবিত্র তিথিতে বৌদ্ধ জন্মগ্রহণ করেছিলেন, সিদ্ধি লাভ করেছিলেন এবং মহা পরিনির্বাণ লাভ করেছিলেন।
এ উপলক্ষে প্রতিবছর বুদ্ধ পূর্ণিমা উদযাপন করা হয়। ১১ এবং ১২ মে আগরতলা স্থিত বেনুবন বিহারে ২৫৬৯ তম বুদ্ধ জন্মদিন ও বুদ্ধ পূর্ণিমার আয়োজন করা হয়। এ পূর্ণ তিথিতে বুদ্ধের পূজা ও বিশ্বের শান্তি কামনা করা হয়। উপস্থিত ছিল বহু ভক্ত।