Saturday, June 14, 2025
বাড়িজাতীয়সন্ত্রাস এবং সমঝোতা একসঙ্গে চলতে পারে না: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

সন্ত্রাস এবং সমঝোতা একসঙ্গে চলতে পারে না: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নয়াদিল্লি, ১২ মে (হি.স.): সোমবার জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পহেলগাম হামলার পর দেশবাসীর কাছে জঙ্গিদের শায়েস্তা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী। তারপরেই হয়েছিল অপারেশন সিঁদুর।

প্রধানমন্ত্রী বলেন, ভারতে কেউ হামলা চালালে আমরা তাদের জবাব দেবই। কোনও রকমের পরমাণু হুঁশিয়ারি ভারত সহ্য করবে না, দাবি নরেন্দ্র মোদীর। পাকিস্তানি সেনা, তাদের সরকার যেভাবে সন্ত্রাসবাদকে মদত দিচ্ছে, তা ওদেরই একদিন শেষ করে দেবে। পাকিস্তানের সঙ্গে যদি আমাদের আলোচনা হয়, তবে তা পাক অধিকৃত কাশ্মীর নিয়েই হবে। সন্ত্রাসবাদ ইস্যুতেই হবে। পাকিস্তানকে যদি বাঁচতে হয়, তা হলে দেশ থেকে সন্ত্রাসের সমস্ত ঘাঁটি তুলে দিতে হবে। এছাড়া পাকিস্তানের সঙ্গে শান্তি স্থাপনার কোনও উপায় নেই। সন্ত্রাস এবং সমঝোতা একসঙ্গে হতে পারে না।

এদিন জাতির উদ্দেশে ভাষণের শুরুতেই সেনার সাহসিকতাকে কুর্নিশ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত ২২ এপ্রিল পহেলগামে জঙ্গি হামলার তীব্র নিন্দা করে বলেন, পরিচয় জেনে হত্যা করা হয়েছে। এই হামলা কষ্টদায়ক। পহেলগামে জঙ্গি হামলার জবাব দিতে সেনাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছিল। অপারেশন সিঁদুর শুধু নাম নয়, এটা প্রতিজ্ঞা। আমাদের মায়েদের সিঁদুর মোছার পরিণাম সারা বিশ্ব দেখেছে। প্রধানমন্ত্রী বলেন, মহিলাদের সিঁদুর মোছার মূল্য এখন প্রত্যেক জঙ্গি জেনে গিয়েছে। জঙ্গিঘাঁটিগুলিতে ঢুকে ১০০-র বেশি কুখ্যাত জঙ্গিকে নিকেশ করেছে ভারতীয় সেনা। তিন দিনেই পাকিস্তানকে শেষ করেছি। জঙ্গিদের ঘাঁটি ভেঙে দিয়েছি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য