স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ মে : বুধবার সকালে আমতলী থানার পুলিশ অভিযান চালাতে থানা এলাকার নাকা পয়েন্ট বসে। সন্দেহভাজন টি আর ০১ এ জি ০৮৭৯ নাম্বারের গাড়ি আটক করে। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে গিয়ার বস্কের হ্যান্ড ব্রেকের নীচের কভার থেকে উদ্ধার হয় ৬ প্যাকেট হেরোয়িন। আটক করা হয় গাড়ি চালক ওম প্রকাশ সাও-কে।
তার বাড়ি বড়জলা মহান ক্লাব সংলগ্ন এলাকায়। আটককৃত হেরোয়িনের বাজার মূল্য ৫ লক্ষ টাকা। ধৃতের কাছ থেকে ২ টি মোবাইল ফোনও উদ্ধার করে পুলিশ। ধৃত গাড়ি চালককে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। এদিন ধৃত ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হবে বলে জানায় পুলিশ।