Saturday, April 20, 2024
বাড়িরাজ্যশহরে বিক্ষোভ মিছিল সিপিআই (এম-এল) লিবারেশনের

শহরে বিক্ষোভ মিছিল সিপিআই (এম-এল) লিবারেশনের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ মে :  দাম বাঁধো – কাজ দাও, নইলে গদি ছেড়ে দাও। এভাবে বিজেপি সরকারের উদ্দেশ্যে আওয়াজ তুলে আগরতলা শহরে সিপিআই (এম-এল) লিবারেশন বিক্ষোভ মিছিল সংঘটিত করে। মিছিলটি প্যারাডাইস চৌমুহনী এলাকা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলে উপস্থিত সিপিআই (এম-এল) লিবারেশনের সম্পাদক পার্থ কর্মকার। তিনি জানান কাজের দাবিতে এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রী মূল্যবৃদ্ধির বিরুদ্ধে গোটা দেশে সংগঠন এই বিক্ষোভ কর্মসূচি হাতে নিয়েছে।

আর এরই অঙ্গ হিসেবে আগরতলা শহরে মিছিল সংঘটিত করা হয়। ১৯৯১ -এর পর পাইকারি সূচক মূল্য এবার ১৫ শতাংশ অতিক্রম করেছে। ফলে বর্তমান সরকারের আমলে দেশ একটি মন্দার দিকে এগিয়ে চলেছে। শ্রীলংকার মতো খাদ্য সংকট দেশে দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। কারণ দেশের ৬৫ লক্ষ শিল্প ধ্বংস হয়ে গেছে। এর মধ্যে অধিকাংশ ছোট এবং মাঝারি শিল্প রয়েছে বলে দাবি করেন তিনি। মানুষ দিন দিন কাজ হারাচ্ছে। বাজেটে রেগা প্রকল্পের বরাদ্দ কমিয়ে দিয়েছে সরকার। অথচ মোদি সরকার দেশকে দিন দিন লুট করছে। ফলে উদার নীতিতে ভারত ঢুকতে শুরু করেছে। তাই সরকারকে এ সর্বনাশা নীতি থেকে সরে আসতে হবে। নাহলে সরকারকে গদি ছাড়তে হবে বলে জানান তিনি। এমনকি রাজ্যেও মুখ্যমন্ত্রীর মুখ পরিবর্তন করে নিজেদের ব্যর্থতা আড়াল করতে চাইছে বিজেপি। কিন্তু সরকারের উদ্দেশ্যে বলেন, সরকার যাতে গরিব মারার নীতি এবং সাধারণ মানুষ মারার নিতি থেকে সরে এসে কৃষকদের ফসল ন্যায্যমূল্যের ক্রয় করা, শ্রমিকদের কাজের ব্যবস্থা করা এবং বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা দাবি জানানো হচ্ছে বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য