স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ মে : খুন কান্ডের অভিযুক্তকে গ্রেফতার করে হাসি ফুটল আর কে পুর থানার পুলিশের মুখে। অভিযুক্তকে গ্রেফতার করতে গত সাত মাসে পুলিশের কালঘাম ঝরেছে। ২০২১ সালের উদয়পুর খিলপাড়া এলাকায় ছোট ভাইয়ের হাতে নৃশংসভাবে খুন হয় বড় ভাই। এদিকে খুনের ঘটনার মূল অভিযুক্ত গা ঢাকা দেয়। আরে খুনের ঘটনাকে কেন্দ্র করে আর কে পর থানায় একটি মামলা দায়ের হয়। জানা যায় আর কে পর থানায় মামলা হওয়ার পর থেকেই আর কে পুর থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করার জন্য আপ্রাণ চেষ্টা চালায়।
কিন্তু ইতিমধ্যেই মূল অভিযুক্ত চলে যায় বাংলাদেশ। প্রায় ৭ মাস ২৪ দিনের মাথায় খবর আসে আর কে পুর থানার যে অভিযুক্ত যাত্রাপুর থানা এলাকায় রয়েছে। আর খবর পাওয়া মাত্র আর কে পুর থানা থেকে পুলিশ যাত্রাপুর থানা এলাকায় যায়। এবং সেখানে সাফল্যও মিলে আর কে পুর থানার। খুনের অভিযুক্ত নূর আহমেদ খাদিমকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয় আর কে পুর থানায়। উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক জানান দীর্ঘদিন ধরে খুনের ঘটনার মূল অভিযুক্তকে খুঁজে বেড়াচ্ছিলেন আর কে পুর থানার পুলিশ। কিন্তু পাওয়া যাচ্ছিল না । মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আটক করা হয়। তিনি আরো জানান বুধবার তাকে আদালতে প্রেরণ করে রিমান্ডের আবেদন করা হবে। এই খুনের ঘটনার মূল অভিযুক্তকে যারা পালাতে সাহায্য করেছে তাদেরও গ্রেপ্তারের প্রস্তুতি নিচ্ছে পুলিশ বলে জানান তিনি।