স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ মে : সরকার প্রতিশ্রুতি পালন করছে না। ফলে রাজ্যের রিকশা শ্রমিকরা বঞ্চনার শিকার হচ্ছে। অবশেষে আগরতলা পুর নিগমে ডেপুটেশন প্রদানকালে রিকশা শ্রমিকদের সংগঠন।
রিকশা শ্রমিকদের ভাতা অবিলম্বে চালু করা, রিকশা শ্রমিকদের লেবার কার্ডের আওতায় আনা, রিকশা স্ট্যান্ড গুলি পুনর্নির্মাণ করা সহ সাত দফা দাবিতে বুধবার আগরতলা পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদবের কাছে ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা রিকশা শ্রমিক সংঘ। ত্রিপুরা রিক্সা শ্রমিক সংঘের সভাপতি হিরন মিয়া জানান, ২০১৯ সালে আড়াই হাজার কাগজ জমা পড়ে। তা এখনো পর্যন্ত না দিয়ে পুনরায় আবার লাইসেন্সের জন্য সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। কত টাকা জমা দিতে হবে তাও স্পষ্ট নয়। পর্বে যারা ইঞ্জীনিয়ার দিয়ে ই রিক্সা গুলি জাচাই করে কাগজ জমা দিয়েছিল তাদের আবার লাইসেন্সের জন্য ৩০০ টাকা করে দিতে হবে। এটা একজন রিক্সা শ্রমিকের পক্ষে দুষ্কর বলে জানান তিনি। তাই সাত দফা দাবিতে ডেপুটেশন প্রদান বলে জানান।