Tuesday, February 11, 2025
বাড়িরাজ্যহোমিওপ্যাথিক ফার্মাসিস্ট নিয়োগের দাবিতে ডেপুটেশন

হোমিওপ্যাথিক ফার্মাসিস্ট নিয়োগের দাবিতে ডেপুটেশন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ মে :  মন্ত্রিসভায় শূন্যপদ পূরণের সিদ্ধান্ত মন্ত্রী ঢাকঢোল বাজিয়ে মহাকরণ থেকে রাজ্যবাসীকে অবগত করলেও বাস্তবায়ন নিয়ে তীব্র ক্ষোভ বেকার যুবক-যুবতীদের মধ্যে। এমনটাই অভিযোগ উঠছে অভিজ্ঞ মহল থেকে।

মঙ্গলবার হোমিওপ্যাথিক ফার্মাসিস্ট নিয়োগ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে বেকার যুবক যুবতীরা। এদিন তারা স্বাস্থ্য দপ্তরে ডেপুটেশন প্রদান করে। তাদের অভিযোগ, গত ডিসেম্বর মাসে মন্ত্রী সভা ৪১২ জন এলোপ্যাথিক, ২৫ জন আয়ুর্বেদিক ও ২২ জন হোমিওপ্যাথিক ফার্মাসিস্ট নিয়োগের সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়। কিন্তু এই সিদ্ধান্ত ঘোষণার পর ৫ মাস অতিক্রান্ত হয়ে গেলেও এখনো কোন বিজ্ঞপ্তি জারি করা হয়নি স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। তাই এদিন আনএমপ্লয়েড ফার্মাসিস্ট অফ ত্রিপুরার পক্ষ স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করা হয়। দাবি জানানো হয় অতিসত্বর নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে নিয়োগ পক্রিয়া সম্পন্ন করার জন্য। একই সঙ্গে নব নির্বাচিত মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহাকে শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেন তারা। গোটা রাজ্যে ৩৫০০ থেকে ৪০০০ হাজার বেকার ফার্মাসিস্ট রয়েছে বলে জানান তারা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য