Friday, March 29, 2024
বাড়িজাতীয়দুর্নীতির অভিযোগে পঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী বরখাস্ত, ভগবন্ত বললেন বিজয়ের বিরুদ্ধে প্রমাণ মিলেছে

দুর্নীতির অভিযোগে পঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী বরখাস্ত, ভগবন্ত বললেন বিজয়ের বিরুদ্ধে প্রমাণ মিলেছে



চন্ডীগড়, ২৪ মে (হি.স.): দুর্নীতির অভিযোগে পঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী বিজয় সিংলাকে বরখাস্ত করলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। মঙ্গলবার পঞ্জাবের মুখ্যমন্ত্রী দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বিজয় সিংলা চুক্তির জন্য ১ শতাংশ কমিশন দাবি করেছিলেন। সিংলার বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গিয়েছে। পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এদিন বলেছেন, “আমার সরকারের একজন মন্ত্রী প্রতি টেন্ডারে ১ শতাংশ কমিশন দাবি করেছিলেন। আমি বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়েছিলাম। কেউ এ বিষয়ে জানতেন না, আমি চাইলেই বিষয়টি ধামাচাপা দিতে পারতাম। কিন্তু এমনটা করলে যারা আমাকে বিশ্বাস করেছেন, তাঁদের বিশ্বাস আমি ভেঙে ফেলতাম।”

মুখ্যমন্ত্রী ভগবন্ত মান আরও বলেছেন, “ওই মন্ত্রীর বিরুদ্ধে আমি কঠোর ব্যবস্থা নিচ্ছি, তাঁকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করেছি এবং পুলিশকে তাঁর বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছি। সেই মন্ত্রী হলেন বিজয় সিংলা। তিনি নিজের দফতরে দুর্নীতিতে লিপ্ত ছিলেন, তিনি তা স্বীকারও করেছেন। দুর্নীতির বিরুদ্ধে আপ-এর জিরো-টলারেন্স নীতি রয়েছে।” দুর্নীতির অভিযোগে পঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী বিজয় সিংলাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পঞ্জাব পুলিশের দুর্নীতি দমন সেল।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য