Saturday, February 8, 2025
বাড়িরাজ্যবেআইনিভাবে গড়ে তোলা নির্মাণ কাজ ভেঙে গুঁড়িয়ে দিল নিগম

বেআইনিভাবে গড়ে তোলা নির্মাণ কাজ ভেঙে গুঁড়িয়ে দিল নিগম

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ মে :  সরকারি রাস্তা দখল করে দীর্ঘদিন ধরে শহরের উপর নিজেদের নির্মাণ কাজ করে চলেছিল একাংশ সুবিধাভোগী ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং বাড়ি ঘরের মানুষ। ফলে পথচারীদের তীব্র দুর্ভোগের শিকার হতে হয়। এমনকি বর্ষার মরশুমে শহরে নিকাশি ব্যবস্থা দুর্বল করে দিচ্ছে এই ধরনের নির্মাণ কাজ। স্থানীয়দের কাছ থেকে বহু অভিযোগ এরপর ঘুম ভাঙলো আগরতলা পুর নিগমের।

মঙ্গলবার আগরতলা পুর নিগমের পূর্ব জোনের পক্ষ থেকে শহরের জল নিকাশি ব্যবস্থা সুচারু করতে রাজধানীর মঠ চৌমুহনীতে অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযান চালানো হয়। অভিযানে রাস্তার পাশে সরকারী ড্রেইনের উপর অবৈধ ভাবে যে সকল বাড়ি ও ব্যবসায়ী প্রতিষ্ঠান সামনে সিঁড়ি, গেইট, পার্কিং জোন নির্মাণ করা হয়েছে সে গুলি ড্রজার দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয় পুর নিগমের কর্মীরা। কারন এ ধরনের নির্মাণের ফলে ড্রেইন গুলি পরিষ্কার করার সময় সমস্যায় পড়তে হয় নিগমের সাফাই কর্মীরা। এতে করে বৃষ্টি হলে বৃষ্টির জল নিষ্কাশনের ক্ষেত্রে বাধা হয়ে হয়ে দাড়ায়।

 তাই এই সকল ড্রেইনের উপর থাকা অবৈধ নির্মাণ গুলি ভেঙ্গে ফেল হয়।  বলে জানান অভিযানে উপস্থিত ছিলেন নিগমের আধিকারিক সহ নিগমের ২৪ নং ওয়ার্ডের কাউন্সিলার সুখময় সাহা। কাউন্সিলার আরো জানান নিগমের পক্ষ থেকে আগেই সংশ্লিষ্ট নির্মাণ ভেঙ্গে ফেলার জন্য নোটিশ দেওয়া হয়েছে। কিছু কিছু নির্মাণ ভেঙ্গে ফেলা হয়েছে। কিন্তু কিছু কিছু লোক সেই সকল অবৈধ নির্মাণ ভাঙ্গে নি। তাই এইদিন সেই সকল নির্মাণ ভাঙ্গা হয়েছে। ধীরে ধীরে নিগমের সব কয়টি জোনে এই ধরনের অভিযান চালানো হবে বলেও জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য