স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ মে : শাসক দলের গ্রাম প্রধানের স্বামীর হাতে আক্রান্ত অটো চালক, পরে অটো চালকের টাকা পয়সা সহ স্বর্ণালঙ্কার লুটপাট বলে অভিযোগ। ঘটনা বিশালগড় মহকুমার করুইমুড়া এলাকায়। খবরে প্রকাশ রবিবার রাতে দীপঙ্কর বণিক নামে এক অটো চালক তার নিজ বাড়িতে যাবার সময় করুইমুড়া বাজার সংলগ্ন এলাকায় আসতেই শাসক দলের রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান লিপা দাস চৌধুরীর স্বামী মিন্টু দাস অটো চালককে আচমকাই মারধর করে বলে অভিযোগ।
অটো চালকের আরো অভিযোগ মিন্টু তাকে একটি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তার গলা থেকে স্বর্ণের চেইন এবং গাড়িতে থাকা টাকা নিয়ে পালিয়ে যায়। এদিকে এই ঘটনার পর প্রত্যক্ষদর্শীরা আক্রান্ত অটো চালক দীপঙ্কর বণিককে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে। তবে এই ব্যাপারে বিশালগড় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে বলে জানায় আক্রান্ত অটো চালক। অভিযোগ অভিযুক্ত মিন্টু প্রায় সময়ই শাসক দলের নাম করে সাধারণ মানুষের কাছ থেকে টাকা লুট করছে। যদিও অভিযুক্ত মিন্টুর স্ত্রী গ্রাম প্রধান, আর গ্রাম প্রধানের নাম করেই মিন্টু দিনের পর দিন বহু অপরাধ মূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে পুলিশ সব কিছু জেনেও অভিযুক্তের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না। আগেও গ্রাম প্রধানের অভিযুক্ত স্বামী হাসপাতালে প্রবেশ করে চিকিৎসক স্বাস্থ্য কর্মীদের মারধর করেছে। কিন্তু পুলিশ কোনো ভূমিকা গ্রহণ করেনি। এবার রাস্তায় নামে সাধারণ মানুষকে পেটাচ্ছেন তিনি। মূলত এর পেছনে একটা কারণ তার তোল্লাবাজি। দীর্ঘদিন ধরে বিজেপির নাম করে এভাবে মাতব্বরি করে চলেছে অভিযুক্ত। পুলিশ সব কিছু মুখ বুজে সহ্য করায় তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে এলাকায়।