Wednesday, February 12, 2025
বাড়িরাজ্যবি এস সি চেয়ারম্যান নির্বাচিত করা নিয়ে ব্লকে তালা

বি এস সি চেয়ারম্যান নির্বাচিত করা নিয়ে ব্লকে তালা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ মে : দূর্গাচৌমুহনি ব্লকের বি এ সি চেয়ারম্যান নিয়ে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়েছে। ব্লক এলাকার কাউকে বি এস সি চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ার জন্য দাবী জানিয়ে বিক্ষোভে শামিল হয় স্থানীয়রা। ব্লক কর্তৃপক্ষ বিষয়টি কর্ণপাত না করা ঝুলিয়ে দেওয়া হয় তালা। উল্লেখ্য, দূর্গাচৌমুহনি ব্লকের বি এ সি চেয়ারম্যান হিসাবে সালেমা ব্লকের বাসিন্দা চানকাপ পঞ্চায়েতের প্রধানকে বিজেপি দল মনোনীত করেছে।

 তাই ব্লক এলাকার জনজাতিরা ক্ষুব্দ হয়ে উঠে। সোমবার ব্লকে বিক্ষোভ দেখিয়ে তালা ঝুলিয়ে দেয় তারা। কোনোভাবেই সালেমা ব্লকের বাসিন্দা দেবপ্রসাদ দেব্বর্মাকে মানবে না বলে স্পষ্ট জানিয়ে দেয় বিক্ষোভকারীরা। তাদের অভিযোগ, দেবপ্রসাদ দেববর্মা সালেমা ব্লকের অন্তর্গত এবং চানকাপ পঞ্চায়েতে চেয়ারম্যান হয়ে কিভাবে দুর্গা চৌমুহনি ব্লকের বি এস সি চেয়ারম্যান হতে পারে না। এটা দূর্গা চৌমুহনী ব্লকের অধীনে ৬ টি এ ডি সি এলাকার মানুষ কোনদিনও মানবেনা। স্থানীয় ৬ টি এ ডি সি ভিলেজের যে কোন ব্যক্তিকে বি এস সি চেয়ারম্যান করা হোক। প্রয়োজনে বিষয়টি বৈঠক করে মীমাংসা করার জন্য দাবি জানায় তারা। কিন্তু ৬ টি এ ডি সি ভিলেজের বাইরে কোন বি এস সি চেয়ারম্যানকে তারা মানবে না বলে স্পষ্ট জানিয়ে দেন। ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ। আশ্বাসের পর বিক্ষোভ প্রত্যাহার করে স্থানীয়রা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য