স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ মে : সোমবার মেহেঙ্গাই মুক্ত ভারত কর্মসূচির অঙ্গ হিসেবে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে রাজধানীর রাধানগর এলাকা থেকে একটি মিছিল সংঘটিত হয়। মিছিলে নেতৃত্ব দেন কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন।
তিনি বলেন, মেহেঙ্গাই মুক্ত ভারত কর্মসূচিটি সারা দেশে করা হচ্ছে। কারণ দেশে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, নিত্য প্রয়োজনীয় সামগ্রী এবং জীবনদায়ী ঔষুধপত্রের মূল্য অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়ে চলেছে। নিত্য প্রয়োজনীয় সামগ্রী গুলি মূল্য হ্রাস করতে কেন্দ্রীয় সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ। তাই কংগ্রেসের পক্ষ থেকে নিত্য প্রয়োজনীয় সামগ্রী মূল্য হ্রাস করতে দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল সংঘটিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানান সুদীপ রায় বর্মন। এদিন মিছিল শুরু হওয়ার আগে রাধানগর পেট্রোল পাম্পের সামনে বিক্ষোভ দেখায়, পরে মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।