স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ মে : রবিবার অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি ভারতের নবজাগরণের জনক রাজা রামমোহন রায়ের ২৫০ তম জন্ম বার্ষিকী যথাযথ মর্যাদার সাথে পালন করা হয়। এরই অংঙ্গ হিসেবে অল ইন্ডিয়া সেভ এডুকেশন রাজ্য কমিটি উদ্যোগে উজ্জয়ন্ত প্রাসাদের সামনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাজা রামমোহন রায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন সংগঠনের সভাপতি ডঃ অলক সৎপথি সহ অন্যান্যরা। পরবর্তী সময় সংগঠনের সভাপতি জানান, রাজা রামমোহন রায় সামাজিক, অমানবিক, বর্বর প্রথা বাল্যবিবাহ বহুবিবাহ ইত্যাদি বন্ধ করতে উদ্যোগ নিয়েছিলেন। ফলে দেশে বহুবিবাহ, বাল্য বিবাহের অভিশাপ থেকে মুক্তি পেয়েছে। আগামী দিনে গোটা দেশ রাজা রামমোহন রায়ের মার্গ দর্শনে এগিয়ে যাবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি।