স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ মে : রবিবার আগরতলা প্রেসক্লাবে একটি সামাজিক সংস্থার বার্ষিক সাধারণ সভা ও রক্তদান শিবিরের উদ্বোধন করেন মেয়র দীপক মজুমদার। করে তিনি বলেন, সমস্ত ধরনের অপরাধ বন্ধ করা সম্ভব কেবল মাত্র সচেতনতার মাধ্যমেই। এক্ষেত্রে সামাজিক সংস্কার গুলির বিশেষ দায়িত্ব রয়েছে। এর পাশাপাশি রক্তদান একটা বড় সামাজিক কাজ।
কারণ চাহিদা ও জোগান রক্ষা সম্ভব স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমেই। আগামী দিনে সামাজিক দায়িত্ব বোধ থেকে এই কাজ চালিয়ে যাবেন বলে আশা ব্যক্ত করেন তিনি অব্যাহত রাখতে আহ্বান জানান মেয়র। তিনি আরো বলেন রাজ্যের মানুষ যাতে যেকোন শুভ কাজ রক্তদান শিবির দিয়ে শুরু করার উদ্যোগ নেয়। তাহলে ব্লাড ব্যাংকের রক্তের চাহিদা অনেকটাই মিটবে বলে আশা ব্যক্ত করেন তিনি। এদিন প্রেস আয়োজিত অনুষ্ঠানে মেয়র সহ অন্যান্যরা রক্তদান শিবির ঘুরে দেখে রক্তদাতাদের উৎসাহিত করেন।