স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ মে : ত্রিপুরা রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শাহ্ আলম। বাহারুল ইসলাম মজুমদারের মৃত্যুর পর ত্রিপুরা রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যানের পদটি শূন্য হয়ে যায়। তাই পুনঃরায় নির্বাচনের মাধ্যমে ত্রিপুরা রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যানের শূন্যপদটি পূরণের উদ্যোগ গ্রহন করা হয়। সেই মোতাবেক এইদিন নির্বাচন অনুষ্ঠিত হয়।
১১ সদস্য বিশিষ্ট ত্রিপুরা রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান নির্বাচনে এইদিন ১০ জন সদস্য উপস্থিত থেকে শাহ্ আলমকে ভোট দিয়ে নির্বাচন করেন। শাহ্ আলম এইদিন প্রয়াত বাহারুল ইসলাম মজুমদারের স্থলাভিষিক্ত হয়েছেন। ত্রিপুরা রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হওয়ার পর শাহ্ আলম জানান দায়িত্ব পাওয়া বড় বিষয় নয়, দায়িত্ব পালন করা বড় বিষয়। তিনি নিষ্ঠার সাথে সংখ্যা লঘু অংশের মানুষের উন্নয়নে কাজ করবেন বলেও জানান। তিনি আরও জানান পূর্বতন বামফ্রন্ট সরকারের সময়ে ওয়াকফ বোর্ডের ফান্ড ছিল ২৫ লক্ষ টাকা। বর্তমান সরকার প্রতিষ্ঠার পর প্রথমে ওয়াকফ বোর্ডের ফান্ড বৃদ্ধি করে ৫০ লক্ষ টাকা করা হয়। পরবর্তী সময় এই ফান্ড ৬০ লক্ষ টাকা করা হয়েছে। তিনি আরও বলেন পূর্বতন সরকারের সময় ওয়াকফ বোর্ডের বহু সম্পত্তি বেদখল হয়ে গেছে।