Sunday, February 9, 2025
বাড়িরাজ্যবহু আন্দোলনের পর টেট উত্তীর্ণদের মিলছে শংসাপত্র

বহু আন্দোলনের পর টেট উত্তীর্ণদের মিলছে শংসাপত্র

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ মে : বহু আন্দোলনের পর মিলছে টেট উত্তীর্ণদের শংসাপত্র। দপ্তরে এবং সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীর উদাসীনতায় দীর্ঘদিন হয়ে গেলো শংসাপত্র দিতে বিলম্ব করে দপ্তর। এনিয়ে টেট উত্তীর্ণ যুবক-যুবতীদের আন্দোলন শুরু হয়েছিল। দপ্তরের মন্ত্রীর রতন লাল নাথ, সাংসদ প্রতিমা ভৌমিক, উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা থেকে শুরু করে দপ্তরের দরজা পর্যন্ত কিছুদিন পরপর কড়া নাড়ে।

 অবশেষে কুম্ভ নিদ্রা ভঙ্গে সংশ্লিষ্ট দপ্তরের। শুরু হয়েছে সংসার পত্র প্রদান। তাদের কাছ থেকে জানা যায়, ২০২১ সালে টি আর বি টি–র মাধ্যমে টেট ওয়ান ও টেট টু পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেই পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের শংসাপত্র প্রদানের জন্য বেশ কয়েক দফায় ডেপুটেশন প্রদান ও বিক্ষোভ প্রদর্শন করে উত্তীর্ণ পরীক্ষার্থীরা। শুক্রবার অবশেষে শিক্ষা ভবনের টি আর বি টি কার্যালয় থেকে উত্তীর্ণ পরীক্ষার্থীদের শংসাপত্র প্রদান শুরু  হয়।  এদিন শংসাপত্র সংগ্রহের জন্য দীর্ঘ লাইন পরিলক্ষিত হয়। শংসাপত্র প্রাপক পরীক্ষার্থীরা জানান দীর্ঘ সময়ের পর তাদের টি আর বি টি থেকে উত্তীর্ণ হওয়ায় শংসাপত্র প্রদান করা হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য