মুম্বই, ২০ মে (হি.স.) : বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচল এয়ার ইন্ডিয়ার বিমান। শুক্রবার সকাল ৯টা ৪৩ মিনিটে মুম্বই বিমানবন্দর থেকে যাত্রীদের নিয়ে বিমানটি বেঙ্গালুরু যাচ্ছিল। মাঝ আকাশে বন্ধ হয়ে যায় ইঞ্জিন। উড়ানের ২৭ মিনিট পর ফের রানওয়েতে ফিরে আসে এয়ার ইন্ডিয়ার ওই বিমান। পাইলট ঝুঁকি না নিয়ে ১০টা ১০ মিনিটে তিনি মুম্বই বিমানবন্দরে বিমানটির জরুরি অবতরণ করেন। পরে যাত্রীদের অন্য একটি বিমানে বেঙ্গালুরু নিয়ে যাওয়া হয়।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানের দু’নম্বর ইঞ্জিনটি বন্ধ হয়ে গিয়েছিল। উড়ানের পরিভাষায় একে ‘ইনফ্লাইট শাটডাউন’ বলে। কীভাবে ইঞ্জিন শাটডাউন হল তা এয়ার ইন্ডিয়ার ইঞ্জিনিয়ার ও রক্ষণাবেক্ষণ টিম খতিয়ে দেখছে। এয়ার ইন্ডিয়ার মুখপাত্র জানিয়েছেন, তারা যাত্রী সুরক্ষাকে সবচেয়ে অগ্রাধিকার দেন। এই ধরণের পরিস্থিতির মোকাবিলায় দক্ষ এয়ার ইন্ডিয়ার ক্রু। পরে যাত্রীদের জন্য অন্য একটি বিমানের ব্যবস্থা করা হয়। সেই বিমানে তাঁরা বেঙ্গালুরু রওনা দেন।