Monday, February 10, 2025
বাড়িরাজ্যজিবি হাসপাতাল পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী

জিবি হাসপাতাল পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ মে : জিবি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের যেন বিনা ব্যাডে থাকতে না হয় তার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। শুক্রবার জিবি হাসপাতাল পরিদর্শনে গিয়ে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের এই নির্দেশ দেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। একটা সময় রাজ্যের বহু রোগী উন্নত চিকিৎসার জন্য বহিঃরাজ্যে চলে যেত। বর্তমান সরকার প্রতিষ্ঠার পর রাজ্যের প্রধান সরকারী রেফারেল হাসপাতাল হিসাবে পরিচিত জিবি হাসপাতালের চিকিৎসা পরিষেবা

উন্নত করার উপর গুরুত্ব দেওয়া হয়। সেই মোতাবেক জিবি হাসপাতালে চালু হয় নতুন নতুন বিভাগ। বহিঃরাজ্য থেকে নিয়ে আশা হয় বিশেষজ্ঞ চিকিৎসক। তারসাথে উন্নত মানের মেশিন নিয়ে আশা হয়। যার সুফল ইতিমধ্যে রাজ্যবাসি পেতে চলেছে। বর্তমানে বহু রোগী বহিঃরাজ্যে না গিয়ে চিকিৎসার জন্য জিবি হাসপাতালের উপর নির্ভর করছে বলে জানান তিনি। জিবি হাসপাতাল পরিদর্শনকালে মুখ্যমন্ত্রী এইদিন কথা বলেন হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও তাদের পরিবার পরিজনদের সাথে। হাসপাতালে চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে এসে তাদের কি কি সমস্যা হচ্ছে সেই বিষয়ে অবগত হন মুখ্যমন্ত্রী। তারপর মুখ্যমন্ত্রী কথা বলেন হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের সাথে। বিভিন্ন বিষয়ে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের কাছ থেকে অবগত হন মুখ্যমন্ত্রী। এইদিন জিবি হাসপাতালে গিয়ে মুখ্যমন্ত্রী প্রত্যক্ষ করেন বহু রোগী বিনা ব্যাডে হাসপাতালের ফ্লোরে শুয়ে রয়েছে। পরে মুখ্যমন্ত্রী হাসপাতাল পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে সাখতকারে জানান জিবি হাসপাতালে চিকিৎসাধীন কোন রোগীকে যেন বিনা ব্যাডে থাকতে না হয়, তার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য দপ্তরের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও জানান এখনো ছোটখাটো কিছু খামতি রয়েছে। সেই গুলি সহসাই সমাধান করার জন্য বলা হয়েছে। জিবি হাসপাতালে একটু বেশি রোগীর ভিড় হয়। তারপরও হাসপাতালের পরিবেশ বজায় রাখতে হবে। বেসরকারি হাসপাতাল থেকেই বেশি টাকা ব্যয় হয় জিবি হাসপাতালে। তাই সবকিছু যেন সঠিক ভাবে ব্যবহার করা হয়, তার জন্য বলা হয়েছে। বর্তমানে জিবি হাসপাতাল থেকে ভালো পরিষেবা পাচ্ছে রোগীরা। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা কতটি অস্ত্রপচার করেছেন সেইগুলির তথ্য সংগ্রহ করার জন্য আধিকারিকদের নির্দেশ দেন। পাশাপাশি নতুন করে জিবি হাসপাতালে আর কি কি পরিষেবা চালু করা যায় সেই গুলিও খতিয়ে দেখার জন্য নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য