স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ মে : কিছুদিন পূর্বে তিপ্রা মাথার চেয়ারম্যান এক জনসভায় দাঁড়িয়ে বলেছিলেন এ ডি সি নাকি ডাম্পিং স্টেশন বানিয়ে ফেলছে রাজ্য সরকার। আর এই বক্তব্য হুবহু মিলে যাচ্ছে কমলপুর এডিসি এলাকায়। ড্যামপিং স্টেশন তৈরি করার বিষয়ে প্রতিবাদ জানানোর ফলে এ ডি সি ‘র ডেপুটি সি ই এম ‘র নিরাপত্তা রক্ষী তুলে দেওয়া হয়েছে। এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদে সামিল হয় কমলপুরে তিপ্রা মথা।
এদিন বিক্ষোভ মিছিল থেকে শান্তিরবাজার বিভিন্ন পথ পরিক্রমা করে। এ বিষয়ে তিপ্রা মথার নেতৃত্বরা জানান দুই দফা দাবিতে বৃহস্পতিবার গোটা রাজ্যের বিভিন্ন মহকুমা বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করা হচ্ছে। সম্প্রতি নাগরাইকামী এ ডি সি এলাকায় কমলপুরের সমস্ত আবর্জনা ফেলার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। পরে এ বিষয়ে এ ডি সি ‘র ডেপুটি সি ই এম প্রতিবাদ জানানোর কারণে নিরাপত্তারক্ষী তুলে নেওয়া হয়। তার তীব্র প্রতিবাদ জানিয়ে গোটা রাজ্যে আন্দোলন শুরু হয়েছে। কারন যুগ যুগ ধরে জনজাতিরা হয়ে আসছে ত্রিপুরা রাজ্যে। তাই এর বিরুদ্ধে আগামী দিনের বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুশিয়ারি দেন জনজাতি নেতা।