আগরতলা, ১৯ মে (হি.স.) : বর্ষা এখনও আনুষ্ঠানিকভাবে প্রবেশ করেনি। কিন্তু প্রাক-বর্ষা আগরতলা শহর ভাসিয়ে দিয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ভারী বর্ষণে আগরতলা শহরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে জনজীবন ব্যাহত হয়েছে। জলমগ্ন শহর আগরতলার নিকাশি ব্যবস্থা উন্নত হওয়ায় খুব দ্রুত রাস্তার জমা জল পরিষ্কার হয়ে গেছে।
আবহাওয়া দফতরের আধিকারিকদের কথায়, বর্ষার সূচনায় এখনই ঘাবড়ানোর প্রয়োজন নেই। কারণ, মরশুমি বৃষ্টিপাতে এখন পর্যন্ত ১৮ শতাংশ ঘাটতি রয়েছে। আবহাওয়া দফতরের অধিকর্তা নাহুস কুলকর্নি জানিয়েছেন, মরশুমি বৃষ্টিপাত এখন পর্যন্ত ৩৬০.৮ এমএম রেকর্ড করা হয়েছে। যা গড় বৃষ্টিপাত ৪৫৩ এমএম থেকে অনেকটাই কম হয়েছে।
তাঁর কথায়, মরশুমি বৃষ্টিপাতে ১৮ শতাংশ ঘাটতি রয়েছে ঠিকই, তবে চিন্তার কোনও কারণ নেই। বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিক বলেই মনে করা হচ্ছে। তিনি বলেন, প্রাক-বর্ষা বৃষ্টিপাত আগামী তিন থেকে চারদিন লাগাতার বর্ষণ হবে। এভাবে বৃষ্টিপাত হলে ঘাটতি পূরণ হয়ে যাবে।
তাঁর দাবি, গ্রীষ্মের শুরুতে প্রচণ্ড দাবদাহে বৃষ্টিপাতে ৬৩ শতাংশ ঘাটতি দেখা দিয়েছিল। তবে, প্রাক-বর্ষা মানুষের জীবনে কিছুটা স্বস্তি বয়ে এনেছে। তাঁর কথায়, বর্ষা ক্রমশ উত্তর-পূর্বাঞ্চলের দিকে এগিয়ে আসছে। তাতে ধারণা করা হচ্ছে, ২৭ মে-র মধ্যে কেরালায় বর্ষা প্রবেশ করবে। এর পরই বর্ষা নিয়ে প্রতিনিয়ত খবর দেওয়া সম্ভব হবে।প্রসঙ্গত, প্রাক-বর্ষার কারণে অত্যাধিক তাপমাত্রা ক্রমশ নেমে এসেছে। একসময় ত্রিপুরায় সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছিল। আজ তাপমাত্রা সর্বোচ্চ ৩৬ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।