Tuesday, February 11, 2025
বাড়িজাতীয়গণতান্ত্রিক ও জাতীয় নয়, ভাই-বোনের দলের পরিণত হয়েছে কংগ্রেস : জে পি...

গণতান্ত্রিক ও জাতীয় নয়, ভাই-বোনের দলের পরিণত হয়েছে কংগ্রেস : জে পি নাড্ডা


নয়াদিল্লি, ১৯ মে (হি.স.): কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। নাড্ডার কথায়, “কংগ্রেস জাতীয়, ভারতীয় অথবা গণতান্ত্রিক নয়, ভাই ও বোনের দলে পরিণত হয়েছে। নিজেদের কর্মকাণ্ডের জন্যই সংকুচিত হয়েছে কংগ্রেস। তাঁরা বস্তুনিষ্ঠতাকে পাশ কাটিয়েছে, এবং ব্যক্তিত্বকে অগ্রাধিকার দিয়েছে… এই ধরনের দলগুলি হল বিজেপির ঝুঁকি, আমরা এই সমস্ত দলের বিরুদ্ধে লড়াই করছি।”

বৃহস্পতিবার নয়াদিল্লিতে “গণতান্ত্রিক শাসনব্যবস্থায় বংশানুক্রমিক রাজনৈতিক দল ঝুঁকি” শীর্ষক একটি জাতীয় সেমিনারে বক্তব্য রাখেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। তিনি আরও বলেছেন, “গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দল একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার৷ বিজেপি দেশের পরিবারতান্ত্রিক দলগুলির সঙ্গে লড়াই করছে। জম্মু-কাশ্মীরের পিডিপি অথবা ন্যাশনাল কনফারেন্স হোক, কিংবা পশ্চিমবঙ্গে পিসি-ভাতিজা (মমতা ও অভিষেক ব্যানার্জি)-র সরকার হোক, এই দলগুলি ‘আমার ইচ্ছে, আমার আইন” নীতিতে চলে।”জে পি নাড্ডা এদিনের জাতীয় সেমিনারে আরও বলেছেন, “গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দল একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। রাজনৈতিক দল সুস্থ হলে গণতন্ত্রও সুস্থ থাকে। অস্বাস্থ্যকর হলে গণতন্ত্রও অস্বাস্থ্যকর হয়ে ওঠে।” পরিবারতান্ত্রিক দলের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে নাড্ডা বলেছেন, “পরিবারতান্ত্রিক দলের প্রধান উদ্দেশ্য হল শুধুমাত্র ক্ষমতার লোভ ও ক্ষমতা অর্জন। তাঁদের কোনও আদর্শ নেই, তাঁদের কর্মসূচিও উদ্দেশ্যহীন।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য