স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ অক্টোবর : সোমবার রাজ্যে আসেন কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের প্রতিমন্ত্রী ডা ভগৎ কৃষ্ণারাও কারাদ। এদিন প্রজ্ঞাভবনে ষ্টেট লেভেল ব্যাঙ্ক কমিটির বৈঠকে অংশ নেন। এই বৈঠকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের প্রধান ব্যাঙ্ক পি এন বি-র রাজ্যের অধিকর্তা সাক্ষী গোপাল সাহা , অর্থ দপ্তরের সচিব ব্রীজেশ পান্ডে, ডি জি এম অনন্ত কুমার, গ্রামীন ব্যাঙ্কের চেয়ারম্যান সহ রিজার্ভ ব্যাঙ্ক, নাবার্ড-র আধিকারিকরা ।
প্রধানমন্ত্রীর নামে যে সমস্ত প্রকল্প রয়েছে সেই গুলির বিষয়ে পর্যালোচনা করা হয় বৈঠকে। পরে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের প্রতিমন্ত্রী ডা ভগৎ কৃষ্ণারাও কারাদ জানান জনধন প্রকল্পে রাজ্য স্তরে ভাল কাজ হচ্ছে। জাতীয় স্তরের থেকে ত্রিপুরা কিছুটা কম আছে। বাকী মুদ্রা লোন , জনধন যোজনার ডিপোজিট সহ অন্যান্য ক্ষেত্রে ভাল কাজ হচ্ছে। কিষাণ ক্রেডিট কার্ডের কাজের প্রশংসা করেন তিনি। মুদ্রা লোনের মাধ্যমে কিভাবে অধিক মানুষ উপকৃত হতে পারে তা নিয়ে আলোচনা হয়। ২০২২-র সেপ্টেম্বরের মধ্যে একশ শতাংশ জনধন একাউন্ট নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করা হয়। রাজ্যে আরও এটিএম খোলার উপর জোর দেওয়া হয়েছে। স্ব সহায়ক দলের মাধ্যমে মানুষকে আরও বেশী করে কিভাবে সুযোগ পৌঁছে দেওয়া যায় তাঁর উপর আলোচনা হয় এদিনের বৈঠকে ।
কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের প্রতিমন্ত্রী ডা ভগৎ কৃষ্ণারাও কারাদ আরও জানান ত্রিপুরার সি ডি রেশিও কম। এটা বাড়ানোর জন্য নির্দেশ দেন তিনি। ক্রেডিট গ্যারান্টি ট্রাস্টের সঙ্গে যুক্ত করা হবে ত্রিপুরা গ্রামীন ব্যাঙ্ক। এতে আগামী দিনে তাদের পরিষেবা দিতে আরও সুবিধা হবে বলে জানান তিনি। বায়ো মেট্রিক এটিএম কার্ডের প্রকল্প রাজ্যে চালু করার ঘোষণা দেন তিনি। প্রধানমন্ত্রীর স্বপ্ন দেশের গরীব মানুষের কাছে যাতে অর্থ পৌছায়। ঋনের মাধ্যমে তারা যাতে স্ববলম্বী হতে পারে। সেই স্বপ্ন পূরণের জন্য কেন্দ্রীয় অর্থ মন্ত্রক কাজ করছে বলে জানান কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের প্রতিমন্ত্রী ডা ভগৎ কৃষ্ণারাও কারাদ। ডিজিটাল লেন দেন হলে স্বচ্ছতা বাড়ে। এতে দেশের রোজগার বাড়বে বলে জানান তিনি।