স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ অক্টোবর :পূর্ণাঙ্গ কমিটি গঠন করল ত্রিপুরা ডেমোক্রেটিক ফ্রন্ট। এবং আসন্ন নির্বাচনের আগেই প্রদ্যুৎ এর সাথে আঁতাত হওয়ার সম্ভাবনা বলে সোমবার আগরতলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে জানান ত্রিপুরা ডেমোক্রেটিক ফ্রন্টের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান তাপস দে। তিনি বলেন তিপরা পার্টির সাথে আঁতাত হওয়ার বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
তবে আসন্ন নির্বাচনের আগেই তিপরা পার্টির সাথে আঁতাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে গ্রেটার তিপরাল্যান্ডের সমর্থনের বিষয়ে স্পষ্ট করে কিছু বলতে চাননি তিনি। কিন্তু প্রদ্যুৎ কিশোর দেববর্মনের নির্দেশ রয়েছে যদি কোন দল তিপরা পার্টির সাথে আঁতাত হতে চায় তাহলে সেই দলকে গ্রেটার তিপরাল্যান্ডের সমর্থন করতে হবে। গ্রেটার তিপরাল্যান্ড নিয়ে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সাথে বৈঠক হবে। বৈঠকে গ্রেটার তিপরাল্যান্ড সমর্থন করা হবে কিনা সে বিষয়ে স্পষ্ট হবে বলে জানান তিনি।
ত্রিপুরা ডেমোক্রেটিক ফ্রন্ট সোমবার আগরতলা প্রেসক্লাবে নিজেদের পূর্ণাঙ্গ কমিটি গঠনের বিষয় তুলে ধরেন। এদিন রাজ্য উপদেষ্টা কমিটি, রাজ্য কার্যনির্বাহী কমিটি, সদর কমিটি, জেলা কমিটি, যুব কমিটি, মহিলা কমিটি, মাইনোরিটি কমিটি, ছাত্র সংগঠন সহ সমস্ত কমিটি গঠন করা হয়। তবে রাজ্য উপদেষ্টা কমিটির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়েছে প্রাক্তন বিধায়ক তাপস দে, কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান করা হয়েছে তেজন দাসকে। এবং টিডিএফ যুব সংগঠনের সভাপতি হিসেবে নির্বাচিত করা হয় অনির্বাণ সাহাকে। মহিলা সংগঠনের সভানেত্রী করা হয় শ্রেয়শী লস্করকে। ছাত্র সংগঠনের সভাপতি করা হয় শিবম সাহাকে। ১৫০ জনকে নিয়ে কমিটি গঠন করা হয়েছে