স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ মে : শাসক দলের গোষ্ঠী কোন্দলে আক্রান্ত এক নেতা। শাসক দল বিজেপির নেতাদের দুর্নীতির অভিযোগ গোটা অমরপুর মহাকুমা কান পাতলে শোনা যায়। আর এরই মধ্যে উন্নয়নমূলক কাজের ঠিকাদারি করতে গিয়ে আক্রান্ত বিজেপি নেতা। জানা যায়, মঙ্গলবার অমরপুর মৎস্য দফতরে টেন্ডার খোলার কথা ছিল।
এতে শাসক দলীয় নেতা মৎস্য দপ্তরের অফিসে গিয়ে টেন্ডার জমা দিয়ে কাজ হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। তখন স্থানীয় কিছু বিজেপি কর্মী এসে রবীন্দ্র দাসকে চেয়ার থেকে টেনে হিঁচড়ে বের করে অফিসে বাইরে নিয়ে বেধড়কভাবে মারধর করে বলে অভিযোগ। অভিযুক্তরা হল- রাকেশ সাহা ভৌমিক, দীপক ঘোষ, সুভাষ মজুমদার, দেবব্রত দাস, শিবঙ্কর প্রমুখ। আক্রান্ত রবীন্দ্র দাসের বাড়ি নতুনবাজারে। রবীন্দ্র দাস মণ্ডল সভাপতির খুবই ঘনিষ্ঠ লোক বলে পরিচিত। আর সেই সুবাদে সম্প্রতি তিনি অনেক কাজের ঠিকেদারি পেয়েছেন। কিন্তু বাকিদের মিলছে না কাজ। ফলে এলাকায় বিজেপি বিজেপি খন্ড যুদ্ধ বেধেছে। স্থানীয় কিছু বিজেপি নেতার মাতব্বরিতে এ ধরনের ঘটনা ক্রমশ ভয়াবহ রূপ ধারণ করছে অমরপুরের বলে অভিযোগ স্থানীয়দের। পুলিশ ঠুটো জগন্নাথ।