স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ মে : বিজেপি ৮ টাউন বড়দোয়ালী মণ্ডলের অন্তর্গত ২০ নং ওয়ার্ডের বুধবার স্বচ্ছ ভারত সংগঠিত করা হয়। কর্পোরেটার রত্না দত্তের উদ্যোগে এদিন সেন্ট্রাল রোড এলাকায় স্বচ্ছ ভারত অভিযান সংগঠিত করা হয়।
কর্পোরেটার রত্না দত্ত জানান বর্ষায় জল যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছে ২০ নং ওয়ার্ডের বাসিন্দারা। জল দ্রুত নেমে যাচ্ছে। তবে তিনি পুর নাগরিকদের কাছে আহ্বান জানান প্ল্যাস্টিক ফেলে ড্রেইন গুলি বন্ধ না করার জন্য। এতে সমস্যা বাড়বে বলে জানান তিনি। সুনির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলার জন্য বিশেষ ভাবে আহ্বান জানান। স্বচ্ছ ভারতের মাধ্যমে নিজের বাড়ি ও আশপাশ এলাকা পরিষ্কার রাখারা জন্য বলেন তিনি।