স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ মে : মঙ্গলবার আগরতলা পুর নিগমের ১২ নম্বর ওয়ার্ড পরিদর্শনে গেলেন মেয়র দীপক মজুমদার। এদিন মেয়র ১২ নম্বর ওয়ার্ড অন্তর্গত রাধানগর এলাকার বিভিন্ন অলিগলি পরিদর্শন করেন। এলাকার রাস্তাঘাট এবং নিকাশি ব্যবস্থা খতিয়ে দেখেন। স্থানীয়দের সাথে কথা বলে এলাকায় বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হন মেয়র দীপক মজুমদার।
তিনি বলেন এলাকায় স্বল্প বৃষ্টিতে জল জমে বলে স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছেন। এ সমস্যাটি যাতে দ্রুত বর্ষার মরশুমে সমাধান করা যায় কিনা তার জন্য প্রচেষ্টা করা হবে। এবং এই ওয়ার্ডে ৮০ লক্ষাধিক টাকার উন্নয়ন মূলক কাজ পুর নিগম শুরু করে দিয়েছে। এছাড়াও আরো কাজ হবে। কারণ মুখ্যমন্ত্রী অতিরিক্ত ৫ কোটি টাকা উন্নয়নের জন্য বরাদ্দ করেছেন বলে জানান তিনি। তিনি আরো বলেন, উন্নয়নমূলক কাজ করতে অর্থের কোনো অভাব নেই, সময়ের অভাব। কিন্তু দীর্ঘ ২৫ বছর এলাকার রাস্তাঘাট এবং নিকাশি ব্যবস্থার কোনো রকম উন্নয়ন করা হয়নি। সেই সমস্যাগুলো সম্পর্কে অবগত হয়ে করপোরেটরা ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে বলে জানান। এদিন পরিদর্শনে এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর, আগরতলা পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব সহ অন্যান্যরা।