স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ মে : প্রাক্তন বিধায়ক সুদীপ রায় বর্মনের গাড়ি চালক এবং দেহরক্ষীর উপর গত ১ মে হামলার ঘটনায় মূল অভিযুক্তরা এখনো পুলিশের নাগালের বাইরে। নবনিযুক্ত মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহাকে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। তাই অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি তুলে কংগ্রেসের পক্ষ থেকে পুলিশের সদর কার্যালয় ঘেরাও করা হয়।
বিক্ষোভকারী কংগ্রেস কর্মীদের বক্তব্য সেদিনের ঘটনার সাথে জড়িত বাইক বাহিনীর দুর্বৃত্তরা সুদীপ রায় বর্মনকে আক্রমণ করার প্রচেষ্টা করেছিল। কিন্তু তাদের পুলিশ গ্রেপ্তার করেছে না। সেই আক্রমণকারী মাফিয়াদের বিরুদ্ধে আগেও থানায় ডেপুটেশন দেওয়া হয়েছিল। কিন্তু লক্ষ্য করা গেছে ১৭ দিন অতিক্রান্ত হয়েছে এখনও তদন্ত প্রক্রিয়ার কোনো অগ্রগতি হয়নি। ঘটনার সাথে জড়িত মূল অভিযুক্তরা গ্রেফতার হয়নি। পুলিশ বলছে অভিযুক্তদের নাকি পাওয়া যাচ্ছে না। কিন্তু নব নিযুক্ত মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা দিতে সেই অভিযুক্তদের বিজেপি কার্যালয় প্রত্যক্ষ করছে রাজ্যবাসী। অতিরিক্ত পুলিশ সুপারের কাছে ডেপুটেশন প্রদান করা হয়েছে। তিনি জানিয়েছেন, এ মামলাটি ক্রাইম ব্রাঞ্চে পাঠানো হয়েছে বলে জানান। অতিরিক্ত পুলিশ সুপারকে কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে যদি সাত দিনের মধ্যে গ্রেপ্তার না হয় তাহলে কংগ্রেস গোটা রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনে নামবে।