স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ মে : পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য আকাশ ছোঁয়া। প্রতিদিন লাফিয়ে বাড়ছে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য। কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার সেদিকে সম্পূর্ণভাবে উদাসীনতার পরিচয় দিয়ে চলেছে। এতে করে নাভিশ্বাস উঠছে আপামর জনগণের।
আর এর তীব্র প্রতিবাদে বিরোধীরা মাঠে ময়দানে থেকে ক্ষোভ প্রকাশ করছে। বুধবার বিকেলে ত্রিপুরা প্রদেশ মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দান স্থিত স্বামী বিবেকানন্দের মূর্তির নিচে ধর্নায় বসে দমন-পীড়ন নীতি থেকে সরকারকে সরে আসতে জোরালো দাবি তুলে। উপস্থিত প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভাপতি সুবল ভৌমিক তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, নিত্য প্রয়োজনীয় সামগ্রী মূল্য মানুষের নাগালের বাইরে চলে গেছে। দ্রব্যমূল্য প্রতিহত করতে সরকারকে কোন উদ্যোগ নিতে দেখা যাচ্ছে না। এতে বোঝা যাচ্ছে সরকার কালোবাজারিদের সাথে হাতে হাত মেলানোর কারণে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না। সরকারের উদাসীনতা প্রকট হচ্ছে। সরকারি যতদিন না পর্যন্ত কালোবাজারিদের হাত ছাড়ছে ততদিন তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে। কারণ সরকারের জনবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস বিগত দিনের মতো আগামী দিনেও বিক্ষোভ কর্মসূচির করে প্রতিহত করতে বাধ্য করবে বলে হুশিয়ারি দেন সুবল ভৌমিক।