স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৯ এপ্রিল :ধনপুর পঞ্চায়েতের বাসিন্দা জাকির হোসেনের বাড়ি থেকে তিন বাংলাদেশী সহ উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই সাফল্য পায় যাত্রাপুর থানার পুলিশ। জানা যায় যাত্রাপুর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে ধনপুর পঞ্চায়েতের অন্তর্গত বৈদ্যনাথ গ্রামের বাসিন্দা জাকির হোসেনের বাড়িতে তল্লাসি অভিযান চালায়।
এই অভিযানে জাকির হোসেনের বাড়ি থেকে ৩ জন বাংলাদেশী সহ গাঁজা ভর্তি দুইটি ড্রাম উদ্ধার হয়। তবে বাড়ির মালিক জাকির হোসেন বাড়ি থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ জানান জাকির হোসেনের বাড়ি থেকে যাদেরকে আটক করা হয়েছে তাদের বাড়ি বাংলাদেশের বরিশাল জেলায়। ধৃতরা হল মাইনুল ইসলাম, তাইজুল ইসলাম ও জহিরুল্লাহ। ধৃতরা স্বীকার করেছে বেশ কয়েকদিন পূর্বে তারা অবৈধভাবে রাজ্যে এসে জাকির হোসেনের বাড়িতে আশ্রয় নিয়েছে।