স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৫ এপ্রিল :রেগা ও টুয়েপে পর্যাপ্ত কাজ ও সঠিক সময়ে মজুরি প্রদান করা, রেগা ও টুয়েপের সমস্ত বকেয়া মজুরি অতিসত্বর প্রদান করা এবং রেশন শপের মাধ্যমে নিত্য প্রয়োজনে খাদ্যশস্য সরবরাহ করা দাবিতে সিপিআইএম ডুকলি মহাকুমা কমিটির পক্ষ থেকে ডুকলি ব্লকে ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশনের পর প্রতিনিধির দলে উপস্থিত নেতৃত্ব জানান, রাজ্য কমিটির নির্দেশ অনুযায়ী তিন দফা দাবিতে ডেপুটেশন প্রদান করা হয়েছে। সারারাজ্যে এই কর্মসূচি পালন করা হচ্ছে বিভিন্ন ব্লক অফিস এবং জেলা শাসক অফিসে।
মূলত প্রধান দাবি হলো শ্রমিকরা যাতে ১০০ দিনের রেগার কাজ পায়। দ্বিতীয় দাবী হলো মজুরি সঠিক সময় মত দিতে হবে। কারণ ডুকলি ব্লক এলাকা দুমাস তিন মাস ধরে রেগার মজুরি প্রদান করা হয় না। অতি সত্বর তাদের মজুরি মিটিয়ে দেওয়ার দাবি করেন। একই সাথে নিত্য প্রয়োজনীয় সামগ্রী যাতে সঠিক সময় মতো রেশন শপের মাধ্যমে প্রদান করা হয় সে দাবি করা হয়েছে। কিন্তু ডেপুটেশনের কিছুক্ষণ পরই ডুকলি মহাকুমা কমিটির কার্যালয় দুর্বৃত্তরা ইট পাটকেল ছুঁড়ে আক্রমণ সংঘটিত করে। তখন দলীয় কার্যালয়ের ভেতর আটকে পড়ে কর্মী সমর্থকরা। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দলীয় কার্যালয় থেকে সিপিআইএম কর্মী সমর্থকদের মুক্ত করে। এই ঘটনা দলীয়ভাবে তীব্র নিন্দা জানানো হয়েছে। বলা হয়, সরকারকে কোনরকম গালাগাল না করার পরেও এ ধরনের আক্রমণের শিকার হতে হয়েছে বিরোধী দলের।