স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৫ এপ্রিল :শুক্রবার আগরতলা রাজভবনের দরবার হলে ভারতীয় সেনাবাহিনী আসাম রাইফেলস এবং উত্তর পূর্বাঞ্চলের এনসিসি শাখাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। তিনি বক্তব্য রেখে বলেন, সেনাবাহিনীরা তাদের জীবনে সবকিছু উৎসর্গ করে দেয় দেশের জন্য। এই দেশের সেনারা বিশ্বের কোন দেশের সেনা তুলনায় কম নয়।
বিগত দিনে আধুনিক প্রযুক্তির ক্ষেত্রে ততটা এগিয়ে না থাকলেও সফলতার ছাপ রেখেছে ভারতীয় সেনারা। এর উদাহরণস্বরূপ রাজ্যপাল ১৯৭১ সালের যুদ্ধের কথা তুলে ধরেন। রাজ্যপাল আরো বলেন, ভারত আত্মনির্ভর হচ্ছে। এখন বুলেট প্রুফ জ্যাকেট এবং হেলিকপ্টার রপ্তানি করে ভারত। গত কয়েকদিন আগে ভারতীয় সেনাদের হাতে এসেছে এক আধুনিক লেইজার। যা দিয়ে আট কিলোমিটার দূরে থাকা ড্রোন ধ্বংস করে দেওয়া যায়। দিন দিন প্রযুক্তি ক্ষেত্র ভারত অনেকটাই এগিয়ে যাচ্ছে। এবং ভারতীয় সেনাদের কাছে আধুনিক প্রযুক্তি সম্পন্ন যে মেশিন ও অস্ত্র আসছে সেগুলি দেশবাসী সামনে তুলে ধরার আহ্বান জানিয়েছেন রাজ্যপাল।