Monday, February 10, 2025
বাড়িরাজ্যমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ডাঃ মানিক সাহা

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ডাঃ মানিক সাহা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ মে : রবিবার সকাল সাড়ে এগারোটায় একাদশ তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন ডাক্তার মানিক সাহা। শপথ নেওয়া হয় নি রাজ্যের নয়া মন্ত্রিসভার। এদিন মুখ্যমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল সত্যদেব নারায়ন আর্য। পরে পদত্যাগ পত্রে স্বাক্ষর করেন ডাঃ মানিক সাহা। কিন্তু অন্যান্য মন্ত্রীদের নাম চূড়ান্ত করতে পারেনি বি জে পি এবং আই পি এফ টি জোট সরকার।

 মুখ্যমন্ত্রীর শপথের পর কার্যত রাজভবনে অনুষ্ঠান শেষ হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি জানান, আগামী দিনে দলের শীর্ষস্তরের নেতারা যে দায়িত্ব দেবেন সেই দায়িত্ব তিনি নিষ্ঠার সাথে পালন করবেন। শপথ বাক্য পাঠ করে নব মুখ্যমন্ত্রী মানিক সাহা জানান, রাজ্যবাসীর জন্য তিনি কাজ করবেন। মানুষের যেসব সমস্যার রয়েছে সেগুলি সমাধানের চেষ্টা করবেন। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার স্বপ্ন, তা বাস্তবায়নের জন্য কাজ করবেন বলে জানান মানিক সাহা। কিন্তু এদিন নতুন মন্ত্রিসভার শপথ না হওয়ায় রীতিমতো গুঞ্জন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। কারণ শনিবার রাত থেকেই নতুন মন্ত্রিসভা গঠন নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়েছিল। কিন্তু আরো একবার রাজ্য রাজনীতিতে নতুন মন্ত্রিসভা নিয়ে চিন্তা শুরু হয়েছে বলে অনেকের মধ্যে। কারণ কেউ কেউ বলছেন হয়তোবা নতুন মন্ত্রিসভায় নতুন মুখ উঠে আসতে পারে। ঘটতে পারে কিছু পরিবর্তন।তবে এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করেছে বিরোধীদল সিপিএম।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য