স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ মে : দিল্লি সফরে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে দেখা করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। পরবর্তী সময় মুখ্যমন্ত্রীর সামাজিক মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন, শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে দেখা করেছেন। কথা বলেছেন ত্রিপুরার সার্বিক উন্নয়নের প্রসঙ্গে।
বিশেষ করে ত্রিপুরার মিশন মুডে যে উন্নয়ন চলছে তা যাতে আরো দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয় বলে সূত্রের খবর। কারণ আর কয়েক মাস পর অনুষ্ঠিত হবে ত্রিপুরা বিধানসভা নির্বাচন। দলকে চাঙ্গা করতে ইতিমধ্যেই শুরু হয়েছে বিভিন্ন পরিকল্পনা। তৃণমূল স্তর থেকে যাতে সাংগঠনিক দিক মজবুত করা যায় সেই বিষয়টি নিয়ে আলোচনা হয় অমিত শাহের সাথে। এদিন মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে এবং রিশা পরিয়ে শুভেচ্ছা জানান।