Wednesday, February 12, 2025
বাড়িরাজ্যশিক্ষামন্ত্রীর বাড়ি ঘেরাও করল টেট উত্তীর্ণরা

শিক্ষামন্ত্রীর বাড়ি ঘেরাও করল টেট উত্তীর্ণরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ মে : টেট উত্তীর্ণদের দ্রুত টেট উত্তীর্ণ সার্টিফিকেট প্রদান করা, শূন্যপদ বৃদ্ধি করার দাবিতে শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে শনিবার বিক্ষোভ দেখায় অল টি- টেট পাসেড ক্যান্ডিডেটস গ্রুপ ২০২১। তাদের অভিযোগ তারা দীর্ঘ কয়েক মাস যাবত মন্ত্রী বিধায়ক থেকে শুরু করে সাংসদের দ্বারস্থ পর্যন্ত হয়েছেন।

 কিন্তু তাদের সমস্যার সমাধান হচ্ছে না। বহুবার দাবি জানানো হয়েছে যারা টেট উত্তীর্ণ হয়েছে তাদের সকলকে রাজ্য সরকার একসাথে নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়ার জন্য। কারণ যারা টেট উত্তীর্ণ হয়েছে তাদের মধ্যে অনেকেই আগামী কিছুদিন পর চাকুরির বয়স সীমা অতিক্রম করে ফেলবে। ফলে দুর্বিষহ অবস্থার তাদের। শিক্ষামন্ত্রীর কাছে একাধিকবার বিষয়টি নিয়ে অনুরোধ জানানোর পরও কোনো রকম পজেটিভ আশ্বাস পাওয়া যায়নি বলে এদিন ক্ষোভ উগরে দেয় টেট উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা। এদিন তারা আরো অভিযোগ করে বলেন, রাজ্য সরকার ত্রিপুরা রাজ্যে শিক্ষক সংকট দেখিয়ে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ১২ হাজারের ২২২ টি শূন্য পদের জন্য অনুমোদন এনে টেট পরীক্ষা গ্রহণ করে। কিন্তু দেখা গেছে টেট ওয়ান ও টেট টু মিলে মাত্র ১,১৯৪ জন উত্তীর্ণ হয়েছে। বাকি পদগুলি খালি পড়ে আছে। এবং গত কয়েক বছরে বহু শূন্যপদ তৈরি হয়েছে শিক্ষক পদে। কিন্তু সরকার নিয়োগের কোন উদ্যোগ গ্রহণ করছে না বলে অভিযোগ তুলে তারা। পরবর্তী সময় শিক্ষামন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন টেট উত্তীর্ণ হওয়া যুবক-যুবতীদের একটি প্রতিনিধি দল। ডেপুটেশনের পর প্রতিনিধিরা জানান, শিক্ষামন্ত্রী তাদের আশ্বস্ত করেছেন আগামী ১৭ মে শংসাপত্র দেওয়া হবে। ১৯ মে থেকে শংসাপত্র হাতে পেয়ে যাবেন টেট উত্তীর্ণ যুবক-যুবতীরা। এবং অর্থ দপ্তরের অনুমোদন পেলে ধাপে ধাপে সকলকে নিয়োগ করার পরিকল্পনা রয়েছে সরকারের বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। ডেপুটেশনের পর এ কথা জানান টেট উত্তীর্ণরা। পাশাপাশি তারা আরো বলেন, এ ডি সি এলাকায় শিক্ষক সংকট রয়েছে। সেদিকে বিশেষ গুরুত্ব দিতে পারে টেট উত্তীর্ণ যুবক যুবতীদের নিয়ে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য