স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৯ এপ্রিল : এক বছর পূর্ণ হতে না হতেই খোয়াই ২০৮ নং জাতীয় সড়কের বেহাল দশা। খোয়াই শহরের পাশ দিয়ে বয়ে গেছে এই ২০৮ নং জাতীয় সড়কটি। জাতীয় সড়কটি নির্মাণের শুরু থেকেই নিম্নমানের কাজের অভিযোগ উঠে আসছিল। তা নিয়ে রাস্তা অবরোধ থেকে শুরু করে বিভিন্নভাবে প্রতিবাদে সামিল হয়েছিলেন স্থানীয়রা। অথচ কর্ণপাত করলো না প্রশাসন। এক বছরের মধ্যেই রাস্তাটি প্রায় ৯০ শতাংশ জরাজীর্ণ অবস্থা হয়ে পড়েছে।
তারই প্রমাণ মিলছে বর্তমানে। এর মধ্যে গত বৃহস্পতিবার এবং শুক্রবার দুদিনের বৃষ্টিতে ২০৮ নং জাতীয় সড়কের অবস্থা যেন ধান ক্ষেতে রূপান্তরিত হয়ে হয়েছে। এই জাতীয়সড়ক তৈরীর সময় তৎকালীন ইঞ্জিনিয়ার এবং ঠিকাদারেরা ব্যাপক পরিমাণে যে কারচুপি করেছে তা এখন জনসমক্ষে উঠে এসেছিল। যার জন্য প্রতিবাদ হয়। অভিযোগ এই জাতীয় সড়ক মোহনপুর এলাকাতে করার ক্ষেত্রে যতটুকু নিয়ম মেনে করা হয়েছিল সেই তুলনায় খোয়াই – কমলপুর সড়কটি তৈরি ক্ষেত্রে পুরোপুরি নিম্নমানের কাজ করেছে জাতীয় সড়ক নির্মাণকারী সংস্থা। দেখা গেছে জাতীয় সড়ক তৈরি ক্ষেত্রে মোহনপুর এলাকাতে নেট বিছিয়ে কাজ করার ফলে সেই এলাকায় রাস্তাটা কিছুটা হলেও ভালো অবস্থায় রয়েছে। কিন্তু খোয়াই – কমলপুর রাস্তাটি তৈরি করার ক্ষেত্রে ন্যাশনাল হাইওয়ে অথরিটি কোন ধরনের নিয়ম নীতি মানে নি। এমন কি নেট না বিছিয়ে দেদার কাজ করে গেছে। যার ফলে বর্তমানে এক বছর পূর্ণ হতে হতেই খোয়াই ২০৮ নং জাতীয় সড়কের বেহাল দশায় পরিণত হয়েছে। জাতীয় সড়ক তৈরির পর থেকেই রাস্তাটির পিচ উঠে আসে। আর গত দুদিনের বৃষ্টিতে রাস্তার অবস্থা বেহাল হয়ে দাঁড়িয়েছে।
পুরো রাস্তায় বিশালাকৃতির গর্ত, জল কাঁদায় একাকার। এই রাস্তা ধরে চলাচল করা খুবই বিপদজনক হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে গাড়ি চালকরা এই রাস্তা দিয়ে যাতায়াত করতে চাইছে না। একদিকে যেমন গাড়ি দুর্ঘটনায় পড়ার আশঙ্কা, অপরদিকে গাড়ি নষ্ট হওয়ার আশঙ্কা প্রবল থাকছে বলে জানান যান চালকরা। শুধু তাই নয় এ রাস্তা দিয়ে বর্তমানে রোগী নিয়ে চলাচল করা দুর্বিষহ হয়ে উঠেছে। রাস্তাটি পুনরায় সংস্কার করার জন্য দাবি তোলার পাশাপাশি এর নিম্নমানের কাজের সুষ্ঠু তদন্তের দাবি করলেন স্থানীয়রা। গত দুদিন লেম্বু ছড়াতেও এই জাতীয় সড়কের বেহাল দশা প্রত্যক্ষ করেছে সাধারণ মানুষ। বহু গাড়ি আটকে পড়ে এই রাস্তায়। উল্লেখ্য, এই জাতীয় সড়ক প্রমাণ করে সুশাসন জামানা কতটা দুর্নীতিতে ডুবেছে। সুশাসনের ছিটে ফুটে পর্যন্ত হারিয়ে যাচ্ছে দুঃশাসনের ধাক্কায়।