স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৮ এপ্রিল : আগরতলা স্মার্ট সিটির অন্যতম সমস্যা হলো জল নিকাশি ব্যবস্থা। দীর্ঘ বছর ধরে শহরের বিজ্ঞানসম্মত ড্রেন না থাকার কারণে সমস্যায় পড়তে হয় মানুষকে। স্বল্প বৃষ্টিতে শহরের নিম্নাঞ্চল গুলির মধ্যে জল জমাট বাঁধে। পাশাপাশি গত দুবছরের লক্ষ্য করা গেছে এমনও বহু এলাকায় জল জমেছে যেসব এলাকায় বিগত দিনগুলিতে জল জমে নি। তাই আগরতলা পুর নিগম এবং রাজ্য সরকার যৌথভাবে আগরতলা স্মার্ট সিটিতে বিজ্ঞানসম্মত ড্রেইন গড়ে তোলার সিদ্ধান্ত নেয়। রাজধানীর আইজিএম চৌমুহনী থেকে ওরিয়েন্ট চৌমুহনী এবং কের চৌমুহনি থেকে রামনগর পর্যন্ত চলছে কভার ড্রেনের কাজ।
এই নির্মাণ কাজে বর্তমানে বাধা হয়ে দাঁড়িয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মন। তিনি কাজে ইঞ্জিনিয়ারদের বাধা দিয়েছেন বলে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারের গুরুতর অভিযোগ। শুক্রবার দুপুরে আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার কভার ড্রেনের কাজ পরিদর্শনে যান। তিনি সরাসরি বলেন, আগরতলা শহরের নিকাশি ব্যবস্থা অনেক উন্নত হচ্ছে। নগর উন্নয়ন দপ্তর, স্মার্ট সিটি, পূর্ত দপ্তর এবং আগরতলা পৌর নিগমের উদ্যোগে চলছে কভার ড্রেন নির্মাণের কাজ। কিন্তু লক্ষ্য করা গেছে আইজিএম চৌমুহনী থেকে ওরিয়েন্ট চৌমুহনি পর্যন্ত যে কভার ড্রেনের কাজ চলছে তার মধ্যে অন্যতম বাধা হয়ে দাঁড়িয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মন। তিনি এলাকায় ড্রেন নির্মাণের কাজে বাধা দিয়েছেন ইঞ্জিনিয়ারদের।
তিনি বাধা দিল ব্যক্তিগত কোন লাভ হবে না। আগে শহরবাসীর স্বার্থ দেখা হবে। প্রাক্তন মুখ্যমন্ত্রী কিংবা কোন প্রভাবশালী ব্যক্তির স্বার্থে শহরবাসীর সমস্যা সৃষ্টি করবে না এ সরকার। কোন প্রভাবশালী ব্যক্তি যদি সরকারি উন্নয়নমূলক কাজের বাধা হয়ে দাঁড়ায় তাহলে কোন ভাবেই বরদাস্ত করা হবে না। তারা চাইছেন সরকারি কাজ যাতে স্তব্ধ করে দিতে পারে। এবং এইগুলি ইচ্ছেকৃতভাবে করছে বলে প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং প্রভাবশালী ব্যক্তিদের দিকে আঙ্গুল তুললেন মেয়র। কিন্তু কাউকে তোয়াক্কা না করে কাজ আগামী মে মাসের মধ্যে সম্পূর্ণ করার জন্য পরিকল্পনা রয়েছে সরকারের। কারণ সামনেই বর্ষার মরসুম। ইতিমধ্যে কাজ সম্পূর্ণ না হলে কাজে ব্যাঘাত ঘটবে। সুতরাং দ্রুত গতিতে কাজ যাতে এগিয়ে যায় তার জন্য পরিদর্শনে এসেছেন। এবং যে যতটাই প্রভাবশালী হোক না কেন কাজ রুখতে পারবে না। যদি কাজে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করে তাহলে আইনি পথে হাঁটতে বাধ্য হবেন বলে সাফ জানিয়ে দিলেন মেয়র। এদিকে রামনগর ২ নং রোড এলাকায় এক ব্যবসায়ী ড্রেন নির্মাণের কাজে বাধা দিয়েছেন। মেয়র সেই ব্যবসায়ের সাথেও কথা বলেছেন। মেয়র বলেছেন আগে কাজ সম্পূর্ণ হোক। এই ব্যবসায়ী যদি কোন সমস্যা থাকে তাহলে আদালত রয়েছে। তিনি আদালতে যেতে পারেন। পাশাপাশি সেই ব্যবসায়ী দোকানঘর বৈধভাবে নির্মাণ হয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হবে বলে জানান মেয়র। মেয়র জানান শহরবাসীর সুবিধার্থে এই কাজগুলি সম্পন্ন করার পরিকল্পনা দেওয়া হয়েছে। শহরবাসী যাতে পুরোপুরি সহযোগিতার হাত বাড়িয়ে দেন তার জন্য আহ্বান জানান মেয়র।