স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ অক্টোবর : শুক্রবার ত্রিপুরা রাজ্য জমিয়েত উলেমায়ে হিন্দের পক্ষ থেকে ৫ সদস্যসের এক প্রতিনিধি মহাকরণে গিয়ে মুখ্যমন্ত্রীর কাছে ৫ দফা দাবি সনদ তুলে দেয়। দাবি সনদে প্রশাসন ও সরকারের বলিষ্ঠ ভূমিকা গ্রহণের দাবি জানানো হয়। মিথ্যা গুজব ছড়িয়ে যারা অশান্তি সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
পরে সন্ধ্যায় গেদু মিয়ার মসজিদে সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে জানান ত্রিপুরা রাজ্য জমিয়েত উলেমায়ে হিন্দের সভাপতি মুফতি তৈবুয়ুর রহমান। এদিন তিনি আরও জানান বাংলাদেশের ঘটনাকে কোন ভাবেই সমর্থন করেন না ত্রিপুরা রাজ্য জমিয়েত উলেমায়ে হিন্দ। এই ঘটনায় প্রকৃত দোষীদের চিহ্নিত করে যাতে বাংলাদেশ সরকার কড়া পদক্ষেপ গ্রহণ করে তার দাবি সহকারী হাই কমিশনারের কাছে জানানো হয়েছে। ত্রিপুরায় একটা সৌভাতৃত্বের বাতাবরণ রয়েছে। এই বাতাবারনকে বজায় রাখতে আন্তরিক ত্রিপুরা রাজ্য জমিয়েত উলেমায়ে হিন্দ।