স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ অক্টোবর : শুক্রবার ও টি পি সি-র উদ্যোগে এ জি এম সি এবং জিবি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে একটি টাইপ ডি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়। এদিন এ জি এম সি-র কনফারেন্স হলে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে মেডিকেল কলেজ কর্তৃপক্ষের হাতে ৪৭ কেজি ক্ষমতা সম্পন্ন এই অক্সিজেন সিলিন্ডার তুলে দেওয়া হয়।
উপস্থিত ছিলেন ও টি পি সি-র এম ডি সানিল নাম্বোদ্রীপাদ, জিবির এম এস ডাঃ সঞ্জীব দেববর্মা সহ অন্যান্যরা। সংস্থার আর্থিক লাভ্যাংশ থেকে সমাজিক কাজের জন্য আর্থিক ভাবে সহায়তা ও সামগ্রী প্রদান করা হয়। তারই অঙ্গ হিসাবে এজিএমসি এবং জিবি হাসপাতাল কর্তৃপক্ষের হাতে ৪৭ কেজি ক্ষমতা সম্পন্ন এই অক্সিজেন সিলিন্ডার তুলে দেওয়া হয়েছে বলে জানান ও টি পি সি-র এম ডি সানিল নাম্বোদ্রীপাদ। কোভীডের কথা মাথায় রেখে বর্তমানে স্বাস্থ্য ক্ষেত্রে সহায়তা প্রদান করা হচ্ছে। গত বছর স্বাস্থ্য ক্ষেত্রের পরিকাঠামোর বৃদ্ধির জন্য ২ কোটি টাকার সামগ্রী তুলে দেওয়া হয়েছিল বলে জানান তিনি।