স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ অক্টোবর : বাংলাদেশের দুর্গা পুজার সময় মূর্তি, মণ্ডপ ও মন্দির ভাংচুর এবং হিন্দুদের উপর আক্রমণ, অগ্নি সংযোগ ও হত্যার ঘটনায় ধিক্কার ও নিন্দা জানিয়ে শুক্রবার রাজধানীর সিটি সেন্টারের সামনে দুই ঘণ্টার গন অবস্থান সংগঠিত করে ত্রিপুরা রাজ্যের শ্রমজীবী অংশের মানুষ। শ্রমিক নেতা বিপ্লব কর জানান গত কিছু দিন ধরে বাংলাদেশে দুর্গা পুজাকে কেন্দ্র করে ভয়ানক কাণ্ড ঘটিয়েছে ধর্মীয় মৌলবাদীরা। এটা কোন ভাবেই মেনে নেওয়া যায়না।
ভারতবর্ষের মানুষ বিশ্বাস করে ধর্ম যার যার, উৎসব সবার। এই কথাকে গুরুত্ব দেয় ভারত বর্ষের নাগরিক। কিন্তু বাংলাদেশে যা ঘটছে তা অত্যন্ত লজ্জা জনক। এর জন্য বাংলাদেশের প্রশাসনকে ধিক্কার জানান তিনি। বাংলাদেশে হিন্দুরা মারাত্মক ভাবে আক্রান্ত। সেই পরিবার গুলির প্রতি রাজ্যের শ্রম জিবি অংশের মানুষের পক্ষে সমবেদনা জানান তিনি। এদিন প্ল্যাকার্ড হাতে নিয়ে গন অবস্থানে বসেন শ্রমজীবী অংশের মানূশেরা। এদিন বাংলাদেসের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে একটি প্রতীবাদ পত্র আগরতলা স্থিত সহকারী হাই কমিশন কার্যালয়ের সহকারী হাই কমিশনারের মাধ্যমে প্রেরন করা হয় বলে জানান শ্রমিক নেতা বিপ্লব কর। এই ঘটনা অবিলম্বে বন্ধ না হলে আগামী দিনে গনতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন সংগঠিত করা হবে বলে জানান তিনি।