স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৭ এপ্রিল : গোপন খবরের ভিত্তিতে একজন বাংলাদেশী নাগরিক সহ তিনজন ভারতীয় মানব পাচারকারী দালালকে জালে তুললো পুলিশ। তাদের আগরতলা রেল স্টেশন থেকে আটক করেছে জিআরপি থানার পুলিশ। পুলিশের কাছে অগ্রিম খবর ছিল বেআইনিভাবে ভারতের ভূখন্ডে প্রবেশ করে আগরতলা রেল স্টেশনকে ব্যবহার করে রাজ্যের বাইরে পাড়ি দিতে চলেছে এক বাংলাদেশী নাগরিক সহ তিন ভারতীয় দালাল। সেই খবর মারফত বুধবার জিআরপি পুলিশ এবং আরপিএফ জওয়ানরা উৎপেতে বসে থাকে।
যথারীতি চারজন রেল স্টেশনে আসার পর পুলিশ তাদের আটক করে জিজ্ঞাসাবাদ চালাতেই তাদের কথায় অসংলগ্নতা ফুটে ওঠে। তারপর তাদের গ্রেপ্তার করে পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা হাতে নেয়। ধৃত বাংলাদেশি নাগরিকের নাম মেহেদী হাসান। বয়স ৩৩। বাড়ি বাংলাদেশ ফরিদপুরে। বাকি তিন ভারতীয় দালালের নাম ইকবাল হোসেন, বয়স ২১, বাড়ি পিত্রা মধ্যপাড়া এলাকায়। রিয়াজ হোসেন, বয়স ১৯, বাড়ি পিত্রা মধ্যপাড়া এলাকায়। অপর অভিযুক্ত সোমেন্দ্র পাল, বয়স ২২ বছর, বাড়ি উত্তর প্রদেশ কানপুরে। পুলিশ রিমান্ডের দাবি করে বৃহস্পতিবার তাদের আদালতে তোলা হয়।