স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৬ মে : মঙ্গলবার ছবিমুড়ায় পর্যটন দপ্তরের ব্যবস্থাপনায় ইকো কটেজ, ওপেন থিয়েটার, মাল্টি কুইজিন রেষ্টুরেন্ট, পিকনিক এরিয়া সহ এই সুবিশাল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। একই সাথে পুনর্নির্মিত সাগরিকা পর্যটন নিবাসের শুভ উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন, রহস্যে ঘেরা নিদর্শন ‘উত্তর পূর্ব ভারতের অ্যামাজন’ হিসেবে খ্যাত ছবিমুড়াকে বিশ্ব দরবারে মেলে ধরতে তথা পর্যটক বান্ধব করে তুলতে রাজ্য সরকার প্রয়াসরত রয়েছে। এই লক্ষ্যকে সামনে রেখে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের আর্থিক সহায়তায় প্রায় ৬৭.৭৬ কোটি টাকা অর্থব্যয়ে ছবিমুড়া এবং অমরপুরের অমরসাগর ও ফটিক সাগর পাড়ে গড়ে উঠবে পর্যটন কেন্দ্রীক একাধিক পরিকাঠামো।
মঙ্গলবার ছবিমুড়ায় পর্যটন দপ্তরের ব্যবস্থাপনায় ইকো কটেজ, ওপেন থিয়েটার, মাল্টি কুইজিন রেষ্টুরেন্ট, পিকনিক এরিয়া সহ এই সুবিশাল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। একই সাথে পুনর্নির্মিত সাগরিকা পর্যটন নিবাসের শুভ উদ্বোধন করা হয়েছে। মুখ্যমন্ত্রী আরও বলেন আগামী দিন মানুষের কাছে কাজের মাধ্যমে যেতে হবে। আগে মাত্র চার হাজার এস এস জি গ্রুপ ছিল। বর্তমান সরকারের আমলের ৫৬ হাজার গ্রুপ হয়েছে। এখন কাজে ৭০০ কোটি টাকার অধিক অর্থরাশি ফান্ড দেওয়া হচ্ছে উন্নয়নের জন্য। লাখপতি দিদির সংখ্যা এক লাখ ছুঁই ছুঁই। মুখ্যমন্ত্রী বলেন বর্তমান সরকার চাইছে মানুষ যাতে খুশিতে থাকে। সেদিকে লক্ষ্য রেখে কাজ করছে সরকার।
স্বাস্থ্য ব্যবস্থা এতটা ভালো হয়েছে যে তা আর বলার অপেক্ষা রাখে না। কোন একজন রোগীর সমস্যা হলে সেটা নিয়ে বিরোধীরা যেভাবে হৈচৈ করে তাতে স্বাস্থ্য দপ্তরের কর্মীদের মনোবল ভেঙে যায়। এর তীব্র নিন্দা জানান তিনি। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়ন নিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যে সিজা হাসপাতালকে জমি লিজ দেওয়া হয়েছে, ডেন্টাল কলেজ চালু করা হয়েছে, আরেকটি মেডিকেল কলেজ হচ্ছে এবং নার্সিং কলেজ হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের সার্বিক বিকাশের জন্য কাজ হচ্ছে। আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং জেলা প্রশাসনের বিভিন্ন অধিকারিক।