Wednesday, May 7, 2025
বাড়িরাজ্যজনজাতিদের বোকা বানিয়ে তাদের সেন্টিমেন্ট নিয়ে খেলা করেছেন তিপরা মথার সুপ্রিমো :...

জনজাতিদের বোকা বানিয়ে তাদের সেন্টিমেন্ট নিয়ে খেলা করেছেন তিপরা মথার সুপ্রিমো : সুদীপ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৭ এপ্রিল : রোমান স্ক্রিপ্টের দাবিতে আন্দোলন করে রাজ্যের জনজাতি ছাত্র সংগঠন গুলি এবং তিপরা মথার সুপ্রিমো জনজাতি ছেলেমেয়েদের সেন্টিমেন্ট, আবেগ নিয়ে খেলা করছে এবং বোকা বানানো হচ্ছে। বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস ভবনের সাংবাদিক সম্মেলন করে এই গুরুতর অভিযোগ তুলেছেন বিধায়ক সুদীপ রায় বর্মন। তিনি বলেন, তিপরা মথা সরকারের অঙ্গ। বিভিন্ন সময়ের লক্ষ্য করা যায় আন্দোলনে বসার আগের দিন মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্যদের সাথে বসে বৈঠক করে চা খান, পরের দিন সারারাজ্য জুড়ে রাস্তা অবরোধ শুরু করে তারা। তারপর মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে আবার দেখা করেন।

মুখ্যমন্ত্রী কি আশ্বস্ত করবেন সেটা রাজ্যবাসী জানা না। আবার ঘোষণা করেন আন্দোলন প্রত্যাহার করা হয়েছে। এগুলি তিপরা মথার লোক দেখানো আন্দোলন এবং তিপ্রাসাদের বোকা বানানোর চেষ্টা বলে মনে করে কংগ্রেস। তিনি আরো বলেন বিধানসভার ভেতরে তিপরা মথার বিধায়কদের তিনি বলেন, রোমান স্ক্রিপ্টের দাবিতে আন্দোলন করে কোন কিছুই আদায় করা যায় না। আপনারা সরকার থেকে সমর্থন তুলে আন্দোলন সংঘটিত করুন। তাহলে প্রকৃত স্বার্থে জনজাতিদের জন্য আন্দোলন হবে। দীর্ঘদিনের দাবি জনজাতির ছেলেমেয়েদের পূরণ হবে। কিন্তু এই পথে হাঁটতে চাইছে না তিপরা মথা। এ পেছনে ছলচাতুরি রয়েছে বলে দাবি করে গেলেন বিধায়ক সুদীপ রায় বর্মন। জনজাতিদের ভোট ব্যাংক হিসেবে কাজে না লাগিয়ে তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বরাবরই দাবি তুলে কংগ্রেস। আগামী দিনও কংগ্রেস জনজাতিদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় সহ ককবরক ভাষার পরীক্ষায় রোমান হরফের দাবিতে আন্দোলন সংঘটিত করবে।

এবং লড়াই সংঘটিত করবে। সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে তিনি আরো বলেন, জনজাতিরা তিপরা মথার সুপ্রিমোকে একটা সময় অন্ধের মত বিশ্বাস করেছে। তারা ভেবেছিল দীর্ঘ সময়ের পর তারা একজন জনজাতি নেতা পেয়েছে। তিনি তাদের স্বার্থে কথা বলবেন। কিন্তু এখন উপলব্ধি করছে তারা। তারা বুঝতে পারছেন বিজেপি ঠকায় এবং মথা ঠকায় মিলে হয়েছে মহা ঠকায়। যার ফলে সব ক্ষেত্রেই রাজ্যের জনজাতিরা এখন পিছিয়ে যাচ্ছে বলে জানান তিনি। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা শব্দ কুমার জামাতিয়া।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!