স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৪ এপ্রিল : সংবিধান প্রণেতা ড: বি আর আম্বেদকর এর ১৩৫ তম জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় কমলাসাগরে। সোমবার বিকালে কমলাসাগর বিধানসভার গোকুলনগর স্থিত ডঃ বি আর আম্বেদকর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব, বিধায়ক অন্তরা দেব সরকার, বিধায়ক সুশান্ত দেব, জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, বিজেপির জেলা সভাপতি বিপ্লব চক্রবর্তী, মন্ডল সভাপতি কাজল সরকার, প্রাক্তন জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক প্রমুখ।
সাংসদ বিপ্লব কুমার দেব সহ অতিথিরা ডঃ বি আর আম্বেদকরের মর্মর মূর্তিতে পুষ্পার্ঘ এবং মাল্য দান করে শ্রদ্ধা নিবেদন করেন। বক্তব্য রাখতে গিয়ে সাংসদ বিপ্লব কুমার দেব বলেন ডঃ বি আর আম্বেদকর দেশের সকল অংশের মানুষের অধিকার সুরক্ষার এবং কল্যাণের ব্যবস্থা করেছিলেন। কিন্তু স্বাধীনতার পর যারা এতদিন দেশের শাসন সামলিয়েছে তারা ডঃ বি আর আম্বেদকরের স্বপ্নকে বাস্তবায়িত করতে পারেনি। কংগ্রেস এবং সিপিএম দেশের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কোন কাজ করেনি। তিনি বলেন বর্তমানে কংগ্রেস নেতারা হাতে একটি সংবিধানের কপি নিয়ে ঘুরে। সংবিধানকে শ্রদ্ধা করলে সংবিধানের বই নিয়ে ঘুরতে হয় না। এগুলি নাটক ছাড়া আর কিছুই নয়। কংগ্রেস দল ড: বি আর আম্বেদকরের বিরুদ্ধে নির্বাচনে প্রার্থী দিয়েছিলেন। আর ড: বি আর আম্বেদকর কে পরাজিত করার জন্য কাজ করেছিলেন সিপিএম। এতেই স্পষ্ট বোঝা যায় এই দলগুলি ডঃ বি আর আম্বেদকর কে কখনোই শ্রদ্ধা সম্মান করতেন না। এ দিনের অনুষ্ঠান শেষে হরিশনগর চা বাগিচায় বাগান শ্রমিক নিয়তি তাঁতীর বাড়িতে যান সাংসদ বিপ্লব কুমার দেব সহ অন্যান্য অতিথিরা। সেখানে নিয়তি তাঁতির বাড়িতে চৈত্র সংক্রান্তির পরম্পরা পাঁচন আস্বাদন করেন বিপ্লব কুমার দেব। এতে অংশ নেন অন্যান্য বাগান শ্রমিকরা ও। বিপ্লব কুমার দেব বলেন এটা আমাদের সংস্কৃতি। চৈত্র সংক্রান্তিতে পাচন রান্না হয় বাড়ি বাড়ি।