Tuesday, April 29, 2025
বাড়িরাজ্যআম্বেদকরের জন্মদিন পালনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ

আম্বেদকরের জন্মদিন পালনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৪ এপ্রিল : সোমবার ডঃ বি.আর আম্বেদকর ১৩৪ তম জন্ম দিন। রাজ্যের বিভিন্ন স্থানে দিনটি পালন করা হয়। কমলপুরের ৪৬ সুরমা বিধানসভা কেন্দ্রে ডঃ বি.আর আম্বেদকরের জন্মদিন পালনকে কেন্দ্র করে সিপিআইএম ও বিজেপি দলের কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। সিপিআইএম ধলাই জেলা সম্পাদক অঞ্জন দাস জানান সুরমা বিধানসভা কেন্দ্রের জাতীয় সড়কের পাশে চলুবাড়ী ও বামনছড়া পঞ্চায়েতের মধ্যবর্তী স্থানে হঠাৎ বাজার এলাকায় সিপিআইএম দলের পক্ষ থেকে ডঃ বি আর আম্বেদকরের জন্ম দিবস উপলক্ষে কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির প্রায় শেষ পর্যায়ে বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা সিপিআইএম কর্মীদের উপর হামলা চালায়।

 এতে দলের তপঃশিলী সমন্বয় সমিতির নেতা অনিল দাস গুরুতর ভাবে আহত হন। অনিল দাসের মাথা ফেটে যায়। তাকে ধলাই জেলার কুলাই হাসপাতালে রেফার করা হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কমলপুর শহরে বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়। দুষ্কৃতিদের গ্রেপ্তারের দাবিতে কমলপুর থানা ঘেড়াও করে ওসি সঞ্জয় লস্করের নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছে। ঘটনার খবর পেয়ে কমলপুর হাসপাতালে ছুটে যান সুরমা বিধানসভা কেন্দ্রের বিধায়িকা স্বপ্না দাস পাল। তিনি জানান সুরমা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় ডঃ বি.আর আম্বেদকরের জন্মদিনটি পালন করা হয়। সুরমার হঠাৎ বাজারে বিজেপির কর্মীরা ডঃ বি আর আম্বেদকরের জন্মদিন পালন করার সময় একদল দুষ্কৃতি বিজেপি-র নেতা কর্মীদের উপর হামলা চালায়। এতে প্রশান্ত দাস নামে এক বিজেপি কর্মী গুরুতর ভাবে আহত হয়েছে।

ভারতবর্ষের সংবিধান প্রনেতা ডঃ বি.আর আম্বেদকর মানুষের মধ্যে বিভেদ, হিংসা, হানাহানির বিপক্ষে ছিলেন। তিনি ছিলেন সমতার পক্ষে। তিনি সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষকে সমাজের সামনের সারিতে নিয়ে আসার জন্য লড়াই করেছিলেন। আর ওনার জন্মদিন পালনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ। এইটা লজ্জার বিষয় বলে অভিমত অভিজ্ঞ মহলের। তবে গোটা ঘটনাকে কেন্দ্র করে চলুবাড়ী ও বামনছড়া পঞ্চায়েত এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!