স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ মে : আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে বৃহস্পতিবার জিবি হাসপাতালে ফ্লোরেন্স নাইটেঙ্গেলর প্রতি শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা জিবি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান প্রতিমা ভৌমিক।
পুষ্পার্ঘ অর্পণ করেন ফ্লোরেন্স নাইটেঙ্গেলর প্রতি শ্রদ্ধা জানান। কর্মরত নার্সদের সঙ্গে দেখা করে পরিষেবার বিষয়ে কথা বলেন। পরে তিনি বলেন নার্সেরা স্বাস্থ্য পরিষেবার মেরুদন্ড। পাশাপাশি করোনা মহামারীর সময় নিজের জীবনের ঝুঁকি নিয়ে রাজ্যবাসীকে তারা যে পরিষেবা প্রদান করেছেন। এমনকি ফ্লোরেন্স নাইটেঙ্গেলের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য দিনরাত কাজ করে চলেছেন নার্সরা। তার জন্য নার্সদের কুর্নিশ জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। পরবর্তী সময়ে তিনি হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে ঘুরে রোগী এবং রোগীর পরিজনদের সাথে কথা বলে পরিষেবা খতিয়ে দেখেন। পরবর্তী সময়ে চিকিৎসকদের সাথে একাধিক বিষয়ে কথা বলে পরিষেবা আরও উন্নত করার জন্য পরিকল্পনা গ্রহণ করেন।