Monday, February 10, 2025
বাড়িজাতীয়ঐতিহাসিক নির্দেশ সুপ্রিম কোর্টের, কেন্দ্র পুনর্বিবেচনা না করা পর্যন্ত রাষ্ট্রদ্রোহ আইন স্থগিত

ঐতিহাসিক নির্দেশ সুপ্রিম কোর্টের, কেন্দ্র পুনর্বিবেচনা না করা পর্যন্ত রাষ্ট্রদ্রোহ আইন স্থগিত

নয়াদিল্লি, ১১ মে (হি.স.): ঐতিহাসিক নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। রাষ্ট্রদ্রোহ মামলায় বুধবার স্থগিতাদেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। কেন্দ্র রাষ্ট্রদ্রোহ আইন পুনর্বিবেচনা না করা পর্যন্ত এই আইনে সমস্ত বকেয়া মামলায় স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ। প্রধান বিচারপতি এন ভি রামানার নেতৃত্বাধীন বেঞ্চ নির্দেশ দিয়েছে, রাষ্ট্রদ্রোহ আইনে অভিযুক্তরা জামিনের জন্য এবার আদালতের দ্বারস্থ হতে পারবেন।

ভারতীয় দন্ডবিধির ১২৪ এ নম্বর ধারার সংস্থানগুলির পুনর্বিবেচনার জন্য কেন্দ্র একটি খসড়া প্রস্তুত করেছে বলে সলিসিটর জেনারেল তুষার মেহেতা এর আগে শীর্ষ আদালতে জানান। ওই খসড়ায় বলা হয়েছে, পুলিশ সুপার পদ মর্যাদার কোনও পুলিশ কর্তা যদি বলেন, রাষ্ট্রদ্রোহ আইনের অধীনে অভিযোগ দায়ের ন্যায্য, কেবল তখনই এই আইনে এফআইআর দায়ের করা যাবে। ব্রিটিশ আমলে রাষ্ট্রদ্রোহ আইন বলবৎ হওয়ার ১৬২ বছর পর এই আইন স্থগিত করা হল।প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, কেন্দ্রীয় সরকার যতদিন না ব্রিটিশ আমলে তৈরি আইনের পুনর্বিবেচনা করছে, তত দিন পর্যন্ত এই আইন প্রয়োগ স্থগিত থাকবে। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই আইনে আর কোনও গ্রেফতার হবে না। ইতিমধ্যেই এই আইন প্রয়োগ করে যে সমস্ত মামলা চলছে, তা স্থগিত হয়ে যাবে। এই আইনের বলে বন্দিরা জামিনের আবেদন করতে পারবেন। একই সঙ্গে সর্বোচ্চ আদালত জানায়, নতুন করে এই আইন প্রয়োগ করে কাউকে গ্রেফতার করা যাবে না। এই আইনে এখন যে সমস্ত মামলা চলছে, তা স্থগিত হয়ে যাবে। এবং এই আইন প্রয়োগ করে গ্রেফতার করা ব্যক্তিরা জামিনের আবেদন করতে পারবেন। তা সত্ত্বেও যদি এই আইনে কারও বিরুদ্ধে মামলা দায়ের হয়, তাহলে তিনি আদালতের দ্বারস্থ হতে পারবেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য