স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ অক্টোবর : শ্রমদপ্তরে মহিলার নির্মাণ শ্রমিকদের বিবাহ যোজনার আর্থিক সহায়তা বর্তমানে ১০ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ২৫ টাকা করা হয়েছে। এই আর্থিক অনুদান নিবন্ধভুক্ত অবিবাহিত মহিলা নির্মাণ শ্রমিক নিজের বিয়ের খরচ এবং নিবন্ধভুক্ত নির্মাণ শ্রমিকের কন্যার বিবাহ খরচ বাবদ এককালীন অর্থ প্রদান করা হবে। এই প্রকল্প শ্রম দপ্তরধীন ত্রিপুরার নির্মাণ শ্রমিক কল্যাণ পরিষদ দ্বারা বাস্তবায়ন করা হয়।
২২ অক্টোবর থেকে নির্মাণ শ্রমিকদের স্বার্থে এটি বাস্তবায়িত হবে। শুক্রবার সচিবালয়ে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান শ্রম দপ্তরের মন্ত্রী ভগবান চন্দ্র দাস। তিনি বলেন এক পরিবারে সর্বাধিক দুজন কন্যা এই প্রকল্পের সুবিধা পাবে। এছাড়াও নির্মাণ শ্রমিকদের জন্য আরও সাতটি প্রকল্প রয়েছে। শিক্ষাক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে এবং কোনো দুর্ঘটনা ঘটলে আর্থিক সুবিধা নির্মাণ শ্রমিকরা ও তাদের পরিবার পায়। ২০২০-২১ অর্থবছরে ১৮,১৬০ টি পরিবার শিক্ষা সহ অন্যান্য দিকে সুবিধা পেয়েছে। এই ক্ষেত্রে ব্যয় হয়েছে প্রায় সাড়ে বারো কোটি টাকার অধিক অর্থ।
পাশাপাশি শ্রমিকেরা ৬০ বছরের পর ৭০০ টাকা করে পেনশনের সুবিধা পাচ্ছে প্রতিমাসে। রাজ্যের নির্মাণ শ্রমিক রয়েছে ১ লক্ষ ১৫ হাজার। কোভিড পরিস্থিতির সময় ৪০ হাজার নির্মাণ শ্রমিক সরকারি আর্থিক সহযোগিতা পেয়েছে। বাকি শ্রমিকরা সুবিধা না পাওয়ার পেছনে মূল কারণ হলো সেসব শ্রমিকরা প্রতিমাসে শ্রম দপ্তরে গিয়ে ২০ টাকা করে অর্থ রাশি প্রদান করেন না। অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে শ্রমিকরা সময় পায়না। যার ফলে তারা দপ্তরে গিয়ে এবং ব্যাংকে চালান কেটে অর্থ রাশি প্রদান করতে পারে না। তাই তাদের কাছ থেকে অর্থ রাশি কত সহজে সংগ্রহ করা যায় সেদিকে নজর দিচ্ছে দপ্তর। অর্থাৎ অর্থ সংগ্রহে আরো সরলীকরণ করার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি। পাশাপাশি তিনি বলেন, বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যবাসী সামাজিক সুরক্ষা, আর্থিক বিকাশ এবং সম্মানের দিকে বিশেষ ভাবে নজর দিয়েছে। মানুষের কল্যাণে কেন্দ্রীয় সরকারের ২০০ টির অধিক স্কিম কিভাবে বাস্তবায়ন করা যায় সেদিকে জোর দেওয়া হচ্ছে বলে জানান তিনি।