স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ মে : রাজধানীর বাধারঘাট এলাকার কৃপেশ দেব হত্যাকাণ্ডের ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার পুলিশের সদর কার্যালয়ে ডেপুটেশন প্রদান করা হয়। মৃত কৃপেশ দেবের পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে পুলিশ সুষ্ঠু তদন্ত করছে না।
এমনকি পুলিশ অভিযুক্তদের কাছ থেকে হত্যাকাণ্ডের সময় ব্যবহৃত অস্ত্র, মোবাইল ফোন এবং গাড়ি এখনো উদ্ধার করতে পারেনি। কোন জায়গায় হত্যা করে পরবর্তী সময় বক্সনগর নিয়ে ফেলে রেখেছে তার কোনো হদিশ পায়নি পুলিশ। তাই এদিন রাজ্য পুলিশের আই জি -র ডেপুটেশন প্রদান করে সুষ্ঠু আইনি পদক্ষেপ গ্রহণ করার দাবি জানায় মৃতের পরিবার। দোষীদের যাতে কঠোর শাস্তির ব্যবস্থা করে তার জন্য দাবি জানায়