স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ মে : মঙ্গলবার রাজধানীর বাণিজ্য ভবনে সাংসদ ডাঃ মানিক সাহাকে ত্রিপুরা হোল সেইল গ্রোসারি মার্চেন্টস এসোসিয়েশনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। এসোসিয়েশনের পক্ষ থেকে মানিক সাহার হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
সাংসদ মানিক সাহা জানান, ২০১৮ সালে সরকার প্রতিষ্ঠার পর সবকা সাথ সবকা বিকাশের দিশা এগিয়ে চলেছে ত্রিপুরা রাজ্য। আগামী দিনে ত্রিপুরা হোল সেইল গ্রোসারি মার্চেন্টস এসোসিয়েশন সরকারের উন্নয়নমূলক দিশা এগিয়ে নিয়ে যেতে বড় ভূমিকা পালন করবে বলে আশা ব্যক্ত করেন সাংসদ। এদিন আয়োজিত অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর রত্না দত্ত সহ এসোসিয়েশনের অন্যান্য নেতৃত্ব।